জল্পনায় শিলমোহর! ইংল্যান্ডের মাটিতে ভারতের অধিনায়ক গিল

জল্পনায় শিলমোহর! ইংল্যান্ডের মাটিতে ভারতের অধিনায়ক গিল

দেবজিৎ মুখার্জি: ঠিক যেমনটা আশা করা হয়েছিল, ঠিক তেমনটাই হলো। ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজের জন্য ঘোষণা করা হলো ভারতীয় দল এবং নেতৃত্ব দেবেন শুভমান গিল। সহ-অধিনায়কের ভূমিকায় দেখা যাবে ঋষভ পান্থকে। এবারও টেস্ট দলে জায়গা পেলেন না টিম ইন্ডিয়ার তারকা পেস বোলার মহাম্মদ শামি। এছাড়া জায়গা পাননি শ্রেয়াস আইয়ারও। তবে আইপিএলে ভালো পারফর্ম করার পুরস্কার পেয়েছেন সাই সুদর্শন। সবমিলিয়ে, এবার অভিজ্ঞদের থেকে তরুণ ক্রিকেটারদের উপরই বেশি প্রাধান্য দেওয়া হয়েছে।

আইপিএল শেষ হলেই ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামবে টিম ইন্ডিয়া। ম্যাচগুলি খেলা হবে ইংল্যান্ডের মাটিতে। তবে তার আগেই বড় ধাক্কা খায় বোর্ড। ক্রিকেটের সবচেয়ে বড় ফরম্যাট থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেন দলের দুই তারকা রোহিত শর্মা ও বিরাট কোহলি। স্বাভাবিকভাবেই, একটা চাপ এসে পড়ে দলগঠন নিয়ে। পাশাপাশি, কাকে দেওয়া হবে অধিনায়কত্বের দায়িত্ব, সেই ব্যাপারেও বেশ চিন্তিত ছিলেন নির্বাচকরা। বলতে গেলে, কাকে নেওয়া হবে বা নেওয়া হবেনা, পুরো ব্যাপারটাই দিনদিন জটিল হয়ে উঠছিল।

কিন্তু এই গোটা পর্বে শুভমান গিলের নাম ঘোরাফেরা করছিল চারিদিকে। ক্রিকেটপ্রেমী থেকে শুরু করে প্রাক্তন ক্রিকেট তারকা, প্রায় সকলেই ধরে নিয়েছিলেন যে গিলকেই এই বড় দায়িত্ব দেওয়া হবে রোহিত শর্মা ও বিরাট কোহলির অনুপস্থিতিতে। যদিও গিলতে ক্যাপ্টেন করার বিষয়ে বহু প্রাক্তন তারকা পক্ষেও ছিলেন এবং মনে করছিলেন যে গুজরাট টাইটানস অধিনায়কই যোগ্য ব্যক্তি এই পদের জন্য। তবে আরেকজনকেও যোগ্য বলে ধরা হয়েছিল। তিনি টিম ইন্ডিয়ার বর্তমান পেস তারকা জাসপ্রিত বুমরাহ। যেহেতু গিলের আগে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে এসেছেন এবং অনেক টেস্ট খেলেছেন, সেই কারণে বুমরাহকেও অধিনায়ক করার পক্ষে ছিলেন অনেকে।

তবে সমস্ত অপেক্ষা হলো শেষ। অবশেষে শুভমান গিলের উপরই ভরসা দেখালেন নির্বাচকরা। ইংল্যান্ডের মাটিতে তিনি ভারতের টেস্ট দলকে নেতৃত্ব দেবেন। এই খবর প্রকাশ্যে আসতেই অভিনন্দনের বন্যা বয়ে চারিদিকে। সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলিতে এই সংক্রান্ত একাধিক পোস্ট করা হয় ভারতীয় ক্রিকেটপ্রেমীদের তরফ থেকে। কিন্তু বহু ক্রিকেটপ্রেমী এমনও আছেন যারা মনে করছেন যে গিলকে এই দায়িত্ব দেওয়া উচিত হয়নি। আবার অনেকে এটাও মনে করছেন যে ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে লম্বা সময় ধরে যুক্ত থাকবেন তিনি এবং এটাই সঠিক মুহূর্ত তাঁকে অধিনায়ক করার। যদিও দেখার বিষয় শেষ পর্যন্ত তিনি কেমন পারফর্ম করেন এবং দলকে সিরিজ জেতাতে পারেন কিনা।

একনজরে ভারতের দল: শুভমান গিল (অধিনায়ক), ঋষভ পন্থ (সহ-অধিনায়ক), অভিমন্যু ঈশ্বরণ, যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, করুণ নায়ার, সাই সুদর্শন, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, নীতীশ কুমার রেড্ডি, ধ্রুব জুড়েল, জাসপ্রিত বুমরাহ, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, আকাশ দীপ, অর্শদীপ সিং, শার্দূল ঠাকুর ও কুলদীপ যাদব

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *