দেবজিৎ মুখার্জি: “বোলিং বিভাগ যদি ভালো হতো, তাহলে গল্পটা এখন আলাদা হত” আইপিএল থেকে ছিটকে যাওয়া প্রসঙ্গে নিজের বক্তব্য তুলে ধরলেন এলএসজি অধিনায়ক ঋষভ পান্থ। লখনৌ অধিনায়কের মতে চোটের কারণে দলের অনেক সমস্যা হয়েছে। এখানেই শেষ নয়, পান্থ এটাও স্পষ্ট করে দেন যে নিজেদের খেলায় গোটা দল গর্বিত এবং ভালো দিকটাই দেখবে তারা। পাশাপাশি, তিনি এটাও স্বীকার করেন যে দলের ব্যাটিং অর্ডার শক্তিশালী ছিল।
সোমবার, ১৯শে মে, নিজেদের ঘরের মাঠ একানা স্টেডিয়ামে হায়দ্রাবাদের বিরুদ্ধে এক ডু অর ডাই ম্যাচ খেলতে নামে ঋষভ পান্থ নেতৃত্বাধীন লখনৌ সুপার জায়েন্টস। প্রথমে ব্যাট করে স্কোরবোর্ডে বড় টোটাল তোলে তারা। সৌজন্যে দলের দুই ওপেনার মিচেল মার্শ ও এডেন মার্করামের আগ্রাসী ব্যাটিং। ২০ ওভার শেষে তাদের স্কোর দাঁড়ায় ৭ উইকেটে ২০৫। এদিন বল হাতে হায়দ্রাবাদের বোলাররা খুব একটা দাগ কাটতে সফল হননি।
কিন্তু স্কোরবোর্ডে এক বিশাল টোটাল তোলা সত্বেও শেষ পর্যন্ত ম্যাচ নিজেদের নামে করতে সফল হলোনা এলএসজি। অভিষেক শর্মার দুর্দান্ত ব্যাটিংয়ের সামনে মাথানত করতে বাধ্য হল তাদের বোলিং বিভাগ। যদিও অভিষেক একা নন, ব্যাট হাতে মারকুটে ইনিংস এসেছে ঈশান কিশান ও হেনরিক ক্লাসেনের ব্যাট থেকেও। দিগবেশ রাঠি একটু হলেও অরেঞ্জ আর্মির রানের গতি আটকাতে পেরেছিলেন। কিন্তু দলের অন্যান্য বোলারদের থেকে তিনি তেমন সাহায্য পাননি এবং এর জেনে বড় ব্যবধানে ম্যাচ নিজেদের ঝুলিতে তুলতে সফল হয় হায়দ্রাবাদ। ৬ উইকেটে ম্যাচ জেতে তারা এবং এর ফলে চলতি আইপিএল অভিযান শেষ হয়ে যায় লখনৌর।
ম্যাচ শেষে এই প্রসঙ্গে নিজের অবস্থান জানান দলের অধিনায়ক, তথা টিম ইন্ডিয়ার তারকা উইকেটরক্ষক ব্যাটার, ঋষভ পান্থ। তিনি বলেন, “আমি জানতাম আমাদের অনেক গ্যাপ পূরণ করতে হতো ইনজুরির জন্য। যেভাবে আমরা নিলামে প্ল্যানিং করেছিলাম, আমরা যদি একই বোলিং পেতাম, তাহলে গল্পটা এখন আলাদা হত। কখনো কখনো পরিকল্পনা আপনার পক্ষে যায়, আবার কখনো যায়না। আমরা নিজেদের খেলায় গর্বিত এবং ভালো দিকটাই দেখব। আমাদের ব্যাটিং অর্ডার শক্তিশালী। অনেক সময় আমাদের বোলার রাও সঠিক এরিয়াতে বল করেছে। আমরা সেটার পুরো ফায়দা নিতে চেয়েছিলাম। আমরা জানতাম যে আমরা ১০ রান কম ছিলাম। আমরা কয়েক জায়গায় ভালো করেছিলাম কিন্তু ম্যাচটা ভালোভাবে শেষ করতে পারলামনা।”