দেবজিৎ মুখার্জি: ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে এবার বড় মন্তব্য করলেন টিম ইন্ডিয়া প্রাক্তন তারকা ক্রিকেটার সানি, ওরফে সুনীল গাভাস্কার। এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানান যে মাহি যে সিদ্ধান্ত নিয়েছেন, তা চেন্নাই সুপার কিংসের ভালোর জন্যই। এখানেই শেষ নয়, সুনীল গাভাস্কার আরো জানান যে ভবিষ্যতে ক্যাপ্টেন কুল যেই সিদ্ধান্তই নিক না কেন, তা সিএসকের কথা ভেবেই নেবেন। কিংবদন্তি ক্রিকেটারের এমন বক্তব্য দ্রুত ছড়িয়ে পড়েছে চারিদিকে এবং শুরু হয়েছে কমেন্টের বন্যা।
চলতি আইপিএল রীতিমতো একটা দুঃস্বপ্ন শক্তিশালী চেন্নাই সুপার কিংসের জন্য। যেই দল অতীতে বহু ফ্র্যাঞ্চাইজির ঘুম কেড়ে নিয়েছিল, সেই দল এখন রীতিমতো হাবুডুবু খাচ্ছে। বলতে গেলে, অন্যান্য দলগুলি এই বছর একেবারে ছেলেখেলা করেছে তাদের সঙ্গে। লাগাতার পরাজয়ের জেরে তারা ইতিমধ্যেই ছিটকে গেছে টুর্নামেন্ট থেকে। এখন মাহি ও তাঁর বাহিনীর প্রধান লক্ষ্য মানরক্ষার ম্যাচগুলি জেতা এবং ভালোভাবে আইপিএল ২০২৫ অভিযান শেষ করা।
এই ব্যর্থতার মাঝে বহু ক্রিকেটপ্রেমী প্রশ্ন উঠিয়েছিলেন দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির আইপিএল থেকে অবসর প্রসঙ্গে। অনেকে যেমন মনে করছেন যে মাহির খেলা চালিয়ে যাওয়া উচিত, আবার অনেকে এটাও মনে করছেন যে তাঁর বয়স হয়েছে এবং এই মরশুম শেষ হওয়ার পরই অবসর ঘোষণা করা উচিত তরুণ প্রজন্মের কথা মাথায় রেখে। বলতে গেলে, টুর্নামেন্ট জমে ওঠা সত্ত্বেও আলোচনার বিষয় রয়ে গেছেন মাহি ও তাঁর আইপিএল ভবিষ্যৎ। বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে এই সংক্রান্ত পোস্ট এখনো চলছে।
এবার মাহির আইপিএল খেলা প্রসঙ্গে ময়দানে নামলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন তারকা ক্রিকেটের সুনীল গাভাস্কার। ‘স্পোর্টস টুডে’এর সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এই বিষয়ে নিজের বক্তব্য রাখেন। সানি বলেন, “কোন ক্রিকেটার যখন কোন সিদ্ধান্ত নেয়, তা যতটা না নিজের ভালোর জন্য, তার চেয়ে বেশি দলের ভালোর জন্য নেয়। এমএসডি যেই সিদ্ধান্ত নিয়েছে চলতি আইপিএলে খেলা চালিয়ে যাওয়ার, তা দলের ভালোর জন্যই। ভবিষ্যতেও ও যে সিদ্ধান্ত নেবে, তা দলের কথা ভেবেই নেবে।”
কিংবদন্তি ক্রিকেটারের এমন মন্তব্য চারিদিকে ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি। এরপরই সকলেই নিজের মতামত পেশ করেন। অনেকে মনে করছেন সানি ঠিক বলেছেন। আবার অনেকে এটাও মনে করছেন যে তাঁর মতামত একেবারেই ভুল। তবে সবমিলিয়ে, প্রাক্তন তারকার এই বক্তব্য জন্ম দিয়েছে মাহি সংক্রান্ত একাধিক প্রশ্নের। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত ক্যাপ্টেন কুল কি সিদ্ধান্ত নেন। তিনি কি খেলবেন পরবর্তী আইপিএল? তা বলবে সময়।