দেবজিৎ মুখার্জি: “পরের বছরের জন্য উত্তর খুঁজছি” লাগাতার পরাজয়ের পর অবশেষে ম্যাচ জিতে নিজের অবস্থান জানালেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এখানেই শেষ নয়, মাহি আরো জানান কেকেআরের বিরুদ্ধে গেম প্ল্যান কি ছিল দলের। ক্যাপ্টেন কুলের বক্তব্য, স্পিনাররা যাতে আর উইকেট না পান, সেটা ভালোভাবে সামলেছেন ব্রেভিস। পাশাপাশি, তিনি এটাও জানান যে যখন তিনি শিবম দুবের সঙ্গে ব্যাট করছিলেন, তখন কি পরিকল্পনা ছিল।
বুধবার, ৭ই মে, কেকেআরের ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে খেলতে নামে মহেন্দ্র সিং ধোনি নেতৃত্বাধীন সিএসকে। যদিও হলুদ বাহিনী আগেই ছিটকে গেছে টুর্নামেন্ট থেকে, তাই তাদের লক্ষ্য ছিল বাকি ম্যাচগুলি জিতে ভালোভাবে আইপিএল শেষ করা। প্রথমে ব্যাট করে ১৭৯ রান করে কেকেআর ছয় উইকেট হারিয়ে নির্ধারিত কুড়ি ওভারে। জবাবে রান তাড়া করতে নেমে চেন্নাইয়ের শুরুটাও ভালো হয়নি একেবারে। অর্ধেক রাস্তা পৌঁছানোর আগেই অর্ধেক দল প্যাভিলিয়নে ফিরে যায়। অবশেষে দক্ষিণ আফ্রিকার তরুণ তারকা ক্রিকেটার ডেওয়াল্ড ব্রেভিসকে নিয়ে একটি পার্টনারশিপ গড়েন শিবম দুবে এবং দলকে ফিরিয়ে আনে ম্যাচে। যদিও এরপরে উইকেট পড়তে থাকে এবং অবশেষে অংশুল কাম্বোজকে নিয়ে ফিনিশ লাইন পার করান মাহি। নিজের দুর্দান্ত বোলিংয়ের ফলে ম্যাচের সেরা হন আফগানিস্তানের নুর আহমেদ।
তবে দীর্ঘদিন পর জয় পেয়ে অবশেষে মুখের হাসি চওড়া হয়েছে চেন্নাই অধিনায়ক ধোনির। ম্যাচ শেষে তিনি বলেন, “উইনিং সাইডে থাকতে পেরে খুশি। বেশকিছু জিনিস আমাদের পক্ষে যায়নি। তবে যেটা গুরুত্বপূর্ণ সেটা হল বাস্তববাদী হওয়া এবং খুঁজে দেখা কোথায় ভুলটা হচ্ছে। আমাদের দলে ২৫জন ক্রিকেটার আছে যারা সেই স্লটটা ভরতে পারবে এবং আমি সেটার উপরেই ফোকাস করছিলাম। আমরা পরের বছরের জন্য উত্তর খুঁজছি যে কোন ব্যাটার বা বোলারকে ব্যাট বা বল করানো যাবে পরিস্থিতি অনুযায়ী। এরা সেই ক্রিকেটার যাদের আপনি নেটে বা প্র্যাক্টিস ম্যাচে দেখতে পাবেন। একবার সুযোগ দিয়েই দেখা যাকনা কেমন পারফর্ম করে। আপনাকে ক্রিকেটের দৃষ্টিকোণ বা টেকনিক দেখতে হবেনা। দেখার বিষয় ওদের মানসিক শক্তি এবং ম্যাচ সচেতনতা। যদি সেটা ওরা পারে, তাহলে ভালো পারফর্ম করবে।”
এরপরই গেম প্ল্যান ও শিবম দুবের সঙ্গে পার্টনারশিপ নিয়ে মুখ খুললেন মাহি। তিনি বলেন, “ওদের স্পিনারদের গেম থেকে বাইরে রাখা দরকার ছিল। ব্রেভিসকে ধন্যবাদ জানাতে চাই ও সুনীল ও বরুণকে উইকেট দেয়নি বলে। আমি বলি ম্যাচটা একটু শেষ পর্যন্ত নিয়ে যেতে, আমি শেষ ব্যাটার এটা না ভুলে। ও মেপে শট খেলেছে। দুটি ছয় মেরেছে এবং রেট নামিয়ে দিয়েছে।”