রোহিতের ফর্মে ফেরায় খুশি সতীর্থরা

রোহিতের ফর্মে ফেরায় খুশি সতীর্থরা

দেবজিৎ মুখার্জি: ব্যাক-টু-ব্যাক অর্ধশতরানের ইনিংস খেলে চলতি আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সকে সুবিধাজনক পরিস্থিতিতে পৌঁছে দিলেন দলের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা। ৪৬ বলে ৭০ রানের একটি মারকুটে ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেন হিটম্যান। যদিও তিনি একা নন, বল হাতে ট্রেন্ট বোল্টেরও তরফ থেকে এসেছে দুর্দান্ত পারফরমেন্স। বলতে গেলে, তিনি একাই সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটিং অর্ডারের কোমর ভেঙে দিয়েছেন। তিনি তুলেছেন চারটি উইকেট এবং হন ম্যাচের সেরা।

তবে এদিনের ম্যাচে সবচেয়ে বেশি দৃষ্টি আকর্ষণ করেছে রোহিতের ইনিংস। তাঁর ৪৬ বলে ৭০ রানে ছিল ৮টি চার এবং তিনটি ছয়। রায়ান রিকেল্টন আউট হয়ে যাওয়ার সত্বেও তিনি রানের গতি অব্যাহত রাখেন এবং হায়দ্রাবাদের প্রতিটা বোলারের বল মাঠের বাইরে পাঠান। যদিও এই ইনিংস একটি বিশেষ কারণে গুরুত্বপূর্ণ। দীর্ঘ ৯ বছর পর রোহিত একটি বিষয়ে খড়া কাটান আইপিএলে। শেষ ২০১৬ সালে তিনি ব্যাক-টু-ব্যাক ফিফটি হাকিয়েছিলেন। এরপর ২০২৫ সালে, অর্থাৎ চলতি বছরের আইপিএলে, তিনি ফের এটি করে দেখান। সবমিলিয়ে, এই মুহূর্তে সকলেই রোহিতের প্রশংসায় পঞ্চমুখ।

একইভাবে রোহিতের এই দুর্দান্ত ইনিংসকে কুর্নিশ জানিয়েছেন দলের তারকা ব্যাটার সূর্যকুমার যাদব এবং ম্যাচের সেরা ঘোষিত হওয়া ট্রেন্ট বোল্ট। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্কাই দাবি করেন যে রোহিতের সেই ইনিংসের জন্য তাঁর কাজ বেশ সহজ হয়ে গিয়েছিল। সূর্য বলেন, “পরপর চারটি ম্যাচ জিতে বেশ ভালই লাগছে। যেভাবে রোহিত শর্মা ব্যাটিং করছিলেন, তাতে আমার কাজ বেশ সহজ হয়ে গিয়েছিল। আমি একটা ভালো টেম্পোর সঙ্গে ব্যাটিং করছি এবং উনি রান পাচ্ছেন, এটা একটা ভালো চিহ্ন আমাদের দলের জন্য। আমি মনে করি যেহেতু আমরা ভালো ক্রিকেট খেলছি, তাই আমাদের পজিটিভ হয়ে নামা উচিত এবং মোমেন্টাম ধরে রাখা উচিত।”

অন্যদিকে, ম্যাচের সেরা ট্রেন্ট বোল্ট দাবি করেন যে রোহিত শর্মা দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হতে পারে চলতি টুর্নামেন্টের আগামী ম্যাচগুলিতে। তিনি বলেন, “এই মুহূর্তে রোহিত একটা ফ্যান্টাস্টিক জব করছে এবং ভালোভাবেই ফর্মে ফিরছে। ও আমাদের দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হতে পারে মরশুমের দ্বিতীয়ার্ধে।” এবার দেখার বিষয় যে পরবর্তী রাউন্ডে যাওয়ার আগে রোহিত এই ফর্ম ধরে রাখতে পারেন কিনা। হিটম্যান কি পারবেন? তা বলবে সময়।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *