“এটুকু ওদের প্রাপ্য ছিল” বোর্ডকে একহাত কুম্বলের 

“এটুকু ওদের প্রাপ্য ছিল” বোর্ডকে একহাত কুম্বলের 

দেবজিৎ মুখার্জি: “এটুকু ওদের প্রাপ্য ছিল” পাঁচদিনের মধ্যে ভারতীয় ক্রিকেট দলের দুই তারকা বিরাট কোহলি ও রোহিত শর্মার টেস্ট থেকে অবসর প্রসঙ্গে বোর্ডকে একহাত নিলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা স্পিনার অনিল কুম্বলে। প্রাক্তন কোচের মতে রোকোকে বিদায়ী ম্যাচ খেলতে দেওয়া উচিত ছিল। তবে তিনি এটাও জানান যে তিনি আশাবাদী বোর্ড কর্তারা এই ব্যাপারে ভাবনাচিন্তা করবেন। তবে প্রাক্তন তারকার এমন বক্তব্যকে সমর্থন করেছেন দেশের প্রায় সকল ক্রিকেটপ্রেমীরা। অধিকাংশই মনে করছেন যে সম্মানজনক অবসর প্রাপ্য ছিল দুই তারকার। 

আইপিএল শেষ হলেই ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ খেলতে নামবে টিম ইন্ডিয়া। নির্বাচকরা এখন থেকেই মাথা লাগাতে শুরু করে দিয়েছেন এই ব্যাপারে। তবে এরই মাঝে আসে বড় ধাক্কা। সাদা জার্সির ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। স্বাভাবিকভাবেই, তাঁর ভক্তরা বেশ হতাশ হন। সেই রেশ কাটতে না কাটতেই ক্রিকেটের সবচেয়ে বড় ফরম্যাট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন বিরাট কোহলিও। আরো ভেঙে যায় দেশের ক্রিকেটপ্রেমীদের মন। অনেকে এমনও দাবি করেন যে দুজনকে বাধ্য করা হয়েছে অবসর নেওয়ার জন্য। বলতে গেলে, পরপর দুই তারকার আচমকা অবসর নেওয়ার সিদ্ধান্ত জন্ম দিয়েছে একাধিক প্রশ্নের। 

এবার এই ব্যাপারে বোর্ডের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন কিংবদন্তি স্পিনার, তথা কোচ, অনিল কুম্বলে। এক পোর্টালে তিনি বোর্ডকে একহাত নেন। প্রাক্তন তারকা বলেন, “কয়েকদিন আগে রোহিত শর্মা অবসর ঘোষণা করেছিল। এবার করল বিরাট কোহলি। আমি মনে করি দুজনেরই বিদায়ী ম্যাচ প্রাপ্য ছিল। দুজনেরই ভক্তরা চান তাদের প্রিয় তারকাকে শেষবার খেলতে দেখতে এবং সেই মুহূর্তের সাক্ষী থাকতে। আশা করছি বোর্ড কর্তারা এই ব্যাপারে ভাবনাচিন্তা করবেন।” যদিও এটা আর সম্ভব নয় কারণ যে ক্রিকেটার অবসর নিয়ে নেন, তাঁকে আর খেলানোর উপায় থাকেনা।

প্রাক্তন তারকার এই বক্তব্যের কথা জানাজানি হতেই ক্রিকেটপ্রেমীরা নিজেদের মতামত দিতে শুরু করেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। অধিকাংশই দাবি করেছেন যে রোহিত ও বিরাটের ফেয়ারওয়েল ম্যাচ প্রাপ্য ছিল। পাশাপাশি, অনেকে এটা আবারো তুলে ধরেছেন যে, দুজনে মন থেকে অবসর নিতে চাননি এবং এগুলি বোর্ডের চক্রান্ত। সবমিলিয়ে, দুই তারকার হঠাৎ অবসর নেওয়া অনেকেই ভালো চোখে নেননি।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *