দেবজিৎ মুখার্জি: পহেলগাওয়ে জঙ্গি হামলা নিয়ে এবার মুখ খুললেন উপত্যকার তরুণ তারকা উমরান মালিক। নাইট শিবিরে যোগ দিয়েছেন তিনি। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে এই ভয়াবহ আক্রমণ প্রসঙ্গে তিনি নিজের বক্তব্য রাখেন। উমরানের বক্তব্য, এই সন্ত্রাসবাদি আক্রমণে তিনি অত্যন্ত মর্মাহত হয়েছেন। পাশাপাশি, মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি তাদের পাশে থাকার কথা বলেন। উমরানের এই বক্তব্য দ্রুত হয়ে যায় ভাইরাল এবং শুরু হয় কমেন্টের বন্যা।
এই মুহূর্তে গোটা ভারতবর্ষে আলোচনা চলছে পহেলগাওয়ে জঙ্গি হামলা নিয়ে। বলতে গেলে, রীতিমতো পলিটিক্যাল ‘টাগ অফ ওয়ার’ শুরু হয়েছে সকল রাজনৈতিক দলগুলির মধ্যে। নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে কেন্দ্র সরকারকে লাগাতার আক্রমণ করে চলেছে বিরোধীরা। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে। এখানেই শেষ নয়, পদক্ষেপ নেওয়ার আশ্বাস পর্যন্ত দেওয়া হয়েছে তাদের তরফ থেকে। সবমিলিয়ে, গোটা দেশ এখন মুখিয়ে রয়েছে কেন্দ্রের অ্যাকশনের দিকে।
এই ঘটনা প্রসঙ্গে ইতিমধ্যেই বিসিসিআইয়ের তরফ থেকে অবস্থান জানিয়ে দেওয়া হয়েছে। তাদের বক্তব্য, ভবিষ্যতের পাকিস্তানের বিরুদ্ধে বিপাক্ষিক সিরিজ খেলার কথা ভাববেনা তারা। পাশাপাশি, বহু ক্রিকেটারও সড়ক হয়েছেন এই বিষয়টি নিয়ে এবং তীব্র নিন্দা করেছেন। তবে এর জন্য হুমকি ইমেল পেয়েছেন ভারতীয় ক্রিকেট দলের বর্তমান হেড কোচ গৌতম গম্ভীর। যদিও পদক্ষেপ নিতে বিন্দুমাত্র দেরি করেননি তিনি। সরাসরি পুলিশের দ্বারস্থ হয়েছেন গৌতি।
এবার এই ব্যাপারে মুখ খুললেন খোদ জম্মু ও কাশ্মীরের গুজ্জর নগরের বাসিন্দা, তথা তরুণ নাইট তারকা, উমরান মালিক। চোট সারিয়ে নাইট শিবিরে যোগ দিয়েছেন তিনি। এই ভয়াবহ হামলা প্রসঙ্গে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে বক্তব্য রাখেন উমরান। তিনি বলেন, “যেই দৃশ্য দেখা গিয়েছে তা অত্যন্ত কষ্টকর। বহু নিরীহ মানুষ প্রাণ হারিয়েছেন। এগুলি একেবারেই সমর্থনযোগ্য নয়। মৃত পরিবারগুলির প্রতি সংহতি প্রকাশ করছি। সর্বদা শান্তি জয়ী হবে ঘৃণার উপর।”
উমরানের এই পোস্ট চারিদিকে ছড়িয়ে পড়তে বেশিক্ষণ সময় নেয়নি। চোখের নিমেষে তা ভাইরাল হয়ে যায়। ব্যবহারকারীদের নজরে আসতেই তাঁরা কমেন্ট করা শুরু করেন। সকলেই নিজের মতামত জানান। অধিকাংশই দাবি করেছেন যে এই হত্যার বদলা চাই। আবার অনেকে ভিন্ন মতও জানিয়েছেন। তবে সবমিলিয়ে, এমন এক শোচনীয় পরিস্থিতিতে উমরানের এই পোস্ট মন জয় করেছে সকলের।