পয়েন্ট ভাগাভাগিকে চাপ মনে করছেন না বৈভব

পয়েন্ট ভাগাভাগিকে চাপ মনে করছেন না বৈভব

দেবজিৎ মুখার্জি, কলকাতা: পাঞ্জাব কিংসের বিরুদ্ধে বিনা ফলাফলে মাঠ ছাড়তে হলো গতবারের জয়ী দল কলকাতা নাইট রাইডার্সকে। বৃষ্টির জন্য ভেস্তে গেল খেলা। অর্থাৎ দুই দল একটি করে পয়েন্ট ভাগাভাগি করে নেয়। এই পয়েন্ট ভাগ চাপ বাড়ালো কেকেআরের। যদিও কেকেআর একা নয়, কিছুটা হলেও অস্বস্তি বাড়িয়েছে শ্রেয়াস আইয়ারদেরও। তবে প্রীতি জিন্টার দলের কাছে রাস্তা রয়েছে রিকভারির। কিন্তু অন্যদিকে নাইটদের চাপ বেশি কারণ টুর্নামেন্টের শুরুতে কয়েকটি ম্যাচ হেরে পয়েন্ট তালিকায় তারা অনেকটা নিচে এবং এক্ষেত্রে তাদের সবকটা ম্যাচ জেতা জরুরি।

তবে এটিকে চাপ বলে মনে করছেন না নাইটদের তরুণ তারকা পেসার বৈভব অরোরা। তাঁর মতে বিনা পয়েন্টে মাঠ ছাড়ার চেয়ে একটি পয়েন্ট নিয়ে মাঠ ছাড়া অনেক ভালো। এখানেই শেষ নয়, নাইট পেসার এটাও দাবি করেন যে এই একটি পয়েন্টই হয়তো প্লে-অফে যাওয়ার জন্য একটা বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে। তবে তিনি এটাও স্বীকার করেন যে দলের বোলিং বিভাগ ভালো পারফর্ম করলেও ব্যাটিংয়ে খুঁত রয়েছে।

বৈভব বলেন, “এটা আমাদের দুর্ভাগ্য যে ম্যাচ খেলা হলোনা। যদি হতো তাহলে দুটি পয়েন্ট তুলে এখান থেকে মোমেন্টাম নিয়ে যাওয়ার চেষ্টা করতাম। কিন্তু শেষমেষ তা হয়নি। তবে কিছু না পাওয়ার চেয়ে এক পয়েন্ট নিয়ে যাওয়া অনেক ভালো। হতেও তো পারে এই একটি পয়েন্ট ডিসাইডার হয়ে উঠলো এবং এর জন্যই হয়তো আমরা প্লে-অফে উঠলাম। জেতার চেষ্টা করবো আমরা শেষ ম্যাচগুলি।” অবশেষে দলের পারফরমেন্স প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের বোলিং ভালো হলেও ব্যাটিংয়ে খুঁত রয়েছে এবং সেই কারণেই রদবদল করা হয়েছিল। এটা আমাদের মেটাতে হবে।”

উল্লেখ্য, শনিবার কলকাতা-পাঞ্জাব ফিরতি ম্যাচ খেলা হয় ইডেন গার্ডেন্সে। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাঞ্জাব। নেমেই আক্রমণাত্মক রূপ ধারণ করেন দলের দুই ওপেনার প্রিয়াংশ আরিয়া ও প্রাভসিমরান সিং। দুজনে একটি লম্বা পার্টনারশিপ গড়েন। প্রথম উইকেটটি পরে ১২০ রানে এবং দ্বিতীয়টি ১৬০তে। প্রিয়াংশ করেন ৬৯ এবং প্রাভসিমরান ৮৩। ম্যাক্সওয়েল ও জ্যান্সেন আউট হন ৭ ও ৩ রানে। এরপর অধিনায়ক শ্রেয়াস আইয়ার ও জশ ইঙ্গলিস মিলে দলের রান ২০০ পার করান। শ্রেয়াস অপরাজিত থাকেন ২৫ রানে এবং ইঙ্গলিস ১১তে। জবাবে রান তাড়া করতে নেমে এক ওভার শেষে নাইটের স্কোর দাঁড়ায় বিনা উইকেটে ৭। বৃষ্টির জন্য আর খেলা হয়নি।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *