দেবজিৎ মুখার্জি: “মানসিকভাবে প্রস্তুত হয়ে এসেছিলাম”! সুপার কাপ জিতে স্পষ্ট জানালেন এফসি গোয়ার হেড কোচ, তথা ভারতীয় ফুটবল দলের হেড কোচ, মানালো মার্কেজ। দলের জয়ে খুশি মার্কেজ সাংবাদিকদের জানান যে তাঁর দলের সকল ফুটবলারই ভালো এবং তাঁরা যোগ্য চ্যাম্পিয়ন। এখানেই শেষ নয়, তিনি ম্যাচ প্রসঙ্গেও নিজের বক্তব্য রাখেন। গোয়া হেড স্যার দাবি করেন যে তাঁরা ম্যাচের শুরুটা ভালই করে করে এবং গোল করার পর পরিস্থিতি পাল্টে যায়।
শনিবার, ৩রা মে, ছিল সুপার কাপ ফাইনাল। কলিঙ্গ স্টেডিয়ামে একে অপরের বিরুদ্ধে খেলতে নামেন এফসি গোয়া ও জামশেদপুর এফসি। তবে নেমেই অ্যাটাকিং ফুটবল খেলতে শুরু করেন জামশেদপুরের ফুটবলাররা। মানালো মার্কেজের ছেলেদের সামনে রীতিমতো হিমশিম খেতে দেখা যায় খালিদ জামিলের ছেলেদের। ৩-০ গোলে ম্যাচ ও ট্রফি নিজেদের ঝুলিতে তোলে গোয়া। স্টেডিয়ামে উপস্থিত দলের সকল সমর্থক আনন্দে ফেটে পড়েন এবং গোটা শিবিরেও বয়ে খুশির হাওয়া।
ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে বসেন এফসি গোয়ার হেড কোচ মানালো মার্কেজ। তিনি ম্যাচ ও দলের ফুটবলারদের পারফরম্যান্স প্রসঙ্গে নিজের অবস্থান জানান। তিনি বলেন, “দারুন টুর্নামেন্ট, ফ্যান্টাস্টিক গ্রুপ এবং ওরা চ্যাম্পিয়ন হওয়ারই যোগ্য। চারটি ম্যাচ জিততে হবে, মানসিকভাবে এই প্রস্তুতি নিয়েই আমরা এখানে এসেছিলাম এবং জয়ও পাই। আমি মনে করি আমরা শুরুটা ভালোই করেছিলাম। আমরা মার্কিং প্রসঙ্গে জানতাম এবং গোল করার পর তারা পাল্টে যায়। নরমালি খেলে। প্রথমার্ধ পর্যন্ত কঠিন ছিল। তবে আমি মনে করি দ্বিতীয় গোলটি গেমটি মেরে ফেলে। এরপর সেই ঝড় আমাদের প্রায় মেরেই ফেলেছিল। আমি জানিনা ৩-০ ফলাফলটা সঠিক কিনা, তবে আমরাই চ্যাম্পিয়ন হওয়ার যোগ্য, এটা নিয়ে কোন সন্দেহ নেই।”
এছাড়া মার্কেজ ক্লাবের প্রশংসাও করেন। তিনি বলেন, “আমরা খুবই খুশি কারণ এই ট্রফিটা আমরা পেয়েছি বলে। তবে তার চেয়েও বেশি খুশি গ্রুপের জন্য। শুধু ফুটবলারদের জন্য নয়, অন্যান্য ক্লাব স্টাফ, আরো অনেকের জন্য। আমি মনে করি যে আমরা সবচেয়ে সেরা খেতাবটা পাইনি, তবে সংগঠন অনুযায়ী গোয়া সেরা ক্লাব ভারতবর্ষের। যখন আপনি একজন কোচ, তখন স্বপ্ন থাকে এমন একটা দলকে প্রশিক্ষণ দেওয়ার কারণ পরিবেশটা সেরা। এই বছর গ্রুপটা বেশ শক্তিশালী ছিল। সতীর্থর চেয়েও বেশি ওরা বন্ধু।”