দেবজিৎ মুখার্জি: “আরসিবি ট্রফি জিতেছে” আইপিএল শুরু হওয়ার আগে এমনটাই জানালেন দলের অধিনায়ক রজত পতিদার। নিন্দুকদের একহাত নিয়ে তিনি মনে করিয়ে দেন দলের মহিলা ক্রিকেটারদের ডব্লিউপিএল ট্রফি জেতার কথা। এখানেই শেষ নয়, তিনি এটাও জানান যে বিরাট কোহলি, ক্রিস গেইল ও এবি ডিভিলিয়ার্সদের মতো তারকাদের দেখে তিনি রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে খেলার স্বপ্ন দেখতেন। সবমিলিয়ে, পতিদার বুঝিয়ে দেন যে আরসিবি কোন হেলায় ফেলে দেওয়ার মত দল নয়।
ভারতের ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় এবং দামি ক্রিকেট টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, ওরফে আইপিএল। প্রতিবছরই অংশগ্রহণকারী দলের ফ্র্যাঞ্চাইজিরা অজস্র টাকা ঢালেন প্রভাবশালী ক্রিকেটারদের কিনতে। এই নিয়ে ১৮ বছর ধরে টানা চলছে আইপিএল। এখনো অবধি চেন্নাই, মুম্বাই, কলকাতার মতো শক্তিশালী দল নিজেদের ঝুলিতে একাধিকবার ট্রফি আনতে সফল হলেও করে দেখাতে পারেনি বিরাট কোহলির দল, অর্থাৎ রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এমনকি রাজস্থান রয়েলসও একরকম দুর্বল দল নিয়ে জয়ী হয়েছিল। একই কাজ করে দেখিয়েছিল ডেকেন চার্জার্সেরও। কিন্তু আরসিবি পারেনি।
স্বাভাবিকভাবেই বছরের পর বছর ট্রফি না পেতে দেখে দলের সমর্থক থেকে শুরু করে দেশের অন্যান্য ক্রিকেটপ্রেমীদের মধ্যে একটা প্রশ্ন ঘোরাফেরা করে যে ঠিক কিসের অভাবে দল নিজেদের ঝুলিতে খেতাব তুলতে পারছেনা। অনেকে মনে করেন যে অতিরিক্ত তারকা খেলোয়াড়দের গুরুত্ব দিতে গিয়ে দেশী খেলোয়াড়দের প্রাধান্য না দেওয়ার ফলেই এমনটা হচ্ছে। আবার অনেকে ভিন্নমত জানিয়েছেন। তাঁদের মতে নিখুঁত স্ট্র্যাটেজির অভাবে দল প্রতিবছর ট্রফি জয় থেকে বঞ্চিত হচ্ছে। বলতে গেলে, প্রত্যেক মরশুমেই বেঙ্গালুরু একটি আলোচনার বিষয় হয়ে থাকে।
এবার এই প্রসঙ্গে নিজের অবস্থান জানালেন দলের বর্তমান অধিনায়ক রজত পতিদার। বরাবরই নিন্দুকদের রেডারে থাকে আরসিবি এবং ট্রফি না জিতলেই শুরু হয় তাঁদের সমালোচনা। সেই ব্যাপারেই এবার নিজের বক্তব্য রাখলেন পতিদার। তিনি সকলকে মনে করিয়ে দিলেন যে তারাও একবার খেতাব তুলেছে। তিনি বলেন, “ট্রফি জিতেছি আমরা। আমাদের মহিলা দল এটা করে দেখিয়েছে এবং সেটা আমাদের এনকারেজ করে। সুতরাং খেতাব আছে আমাদের একটা। কেউ বলতে পারবেনা যে আমরা জিতিনি। যখন আমি অধিনায়কত্বের দায়িত্ব পাই, এটি একটি জনপ্রিয় ফ্রাঞ্চাইজি। আমি আমার দলকে ভালবাসতাম। বিরাট ভাই, এবিডি ও গেইলদের জন্য আইপিএল দেখতাম। অভ্যস্ত ছিলাম ওদের টিভিতে দেখতে। তাই একবার অন্তত এই দলের হয়ে খেলার আমার স্বপ্ন ছিল।”