দেবজিৎ মুখার্জি: “ওনার কাছে আমরা কৃতজ্ঞ” লা লিগা জিতে দলের প্রাক্তন কোচ জাভি হার্নান্ডেজকে ধন্যবাদ জানালেন বার্কার তরুণ তারকা ল্যামিন ইয়ামাল। এক সাক্ষাৎকারে স্প্যানিশ ফুটবলার জানালেন যে জাভি ছাড়া এই সাফল্য সম্ভব ছিলোনা। এখানেই শেষ নয়, তিনি এটাও স্পষ্ট বুঝিয়ে দেন যে প্রাক্তন বার্কা কোচের হাত ধরে বহু তারকার অভিষেক ঘটেছে ফুটবলের ময়দানে। সবমিলিয়ে, এই জয়ের পুরো ক্রেডিট ইয়ামাল দেন তাঁর প্রাক্তন বসকে।
বৃহস্পতিবার, ১৫ই মে, নিজেদের ঘরের মাঠ আরসিডিই স্টেডিয়ামে ইতিহাস গড়ে বার্সেলোনা। ২৮তম লা লিগা জেতার পাশাপাশি আরো একবার স্প্যানিশ ত্রিমুকুট নিজেদের ঝুলিতে তোলে তারা। হ্যানসি ফ্লিকের ছেলেদের হাতে বাজিমাত হয় স্প্যানিয়ল। ম্যাচের ফলাফল ২-০। ৫৩ মিনিটে দলকে এগিয়ে দেন ইয়ামাল এবং একেবারে অন্তিম লগ্নে আসে দ্বিতীয় গোলটি। অতিরিক্ত সময়ে বিপক্ষ দলের জালে বল জড়ান লোপেজ। হোম টিমের জয়ের পর এক আলাদা চেহারা নেয় গোটা স্টেডিয়াম। আনন্দে মেতে ওঠেন বার্কার সমর্থকেরা।
তবে এই জয়ের নায়ক ইয়ামাল, এমনটাই মনে করছেন ক্লাবের সমর্থক থেকে শুরু করে অন্যান্য ফুটবলপ্রেমীরা। যদিও দলের কোচ হ্যানসি ফ্লিক ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে বুঝিয়ে দেন যে তরুণ স্প্যানিশ তারকা দলের জন্য গুরুত্বপূর্ণ হলেও এই জয় গোটা ক্লাবের। তবে তিনিও ইয়ামালের সেই গোলের প্রশংসা করেন এবং জানান যে সেদিনের ম্যাচে গোলটি একেবারে নিখুঁত ছিল। পাশাপাশি, এটাও জানান যে সেই মুভটি তরুণ তারকা রোজ প্র্যাকটিস করেন। সবমিলিয়ে, এই মুহূর্তে চারিদিকে চলছে ইয়ামালের প্রশংসা। সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলিতেও একাধিক পোস্ট দেখা গিয়েছে ইয়ামালকে কেন্দ্র করে।
যদিও তরুণ স্প্যানিশ তারকা দাবি করেছেন যে দল সাফল্যের মুখ দেখতোনা যদি প্রাক্তন কোচ জাভি হার্নান্ডেজ ফুটবলেরদের তৈরি না করে যেতেন। ‘বার্কা ওয়ান’এর সঙ্গে এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন ইয়ামাল। তিনি বলেন, “আমাদের পরিবর্তন দরকার ছিল কিন্তু এটা সত্যি যে আমরা জাভির কাছে কৃতজ্ঞ। উনি না থাকলে এটা হতোনা। দিনের শেষে উনি অনেক ফুটবলারের অভিষেক ঘটিয়েছেন। আমি ওনাকে ধন্যবাদ জানাতে চাই।” যেভাবে লা লিগার দ্বিতীয়ার্ধ থেকে দাপট বজায় রাখতে সফল হয়েছে বার্সেলোনা, তাতে ফুটবলপ্রেমীরা মনে করছেন যে খেতাব হাতে লেগে গেলেও আগামী ম্যাচগুলিতে এক ইঞ্চিও জমির ছাড়বেনা তারা বিপক্ষ দলগুলিকে। এবার দেখার বিষয় যে এই মোমেন্টাম ধরে রাখতে সফল হন কিনা হ্যানসি ফ্লিকের ছেলেরা।