“দুজনেই সর্বদা জিততে চেয়েছি” রোনাল্ডোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা প্রসঙ্গে বক্তব্য মেসির

“দুজনেই সর্বদা জিততে চেয়েছি” রোনাল্ডোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা প্রসঙ্গে বক্তব্য মেসির

নিউজ ডেস্ক: “দুজনেই সর্বদা জিততে চেয়েছি” পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা প্রসঙ্গে নিজের অবস্থান জানালেন তারকা আর্জেন্টাইন স্ট্রাইকার লিও মেসি। এক সাক্ষাৎকারে তিনি এই কনটেস্ট সম্পর্কে নিজের বক্তব্য রাখেন। লিও জানান যে তিনি মনে করেন যে তাঁরা দুজনেই নিজেদের গড়ে তুলেছেন ভালো খেলোয়াড় হিসেবে। যদিও এখানেই শেষ নয়, মেসি আরো জানান যে তাঁরা দুজনেই দীর্ঘদিন ধরে শীর্ষে থেকেছেন, যা একেবারেই সহজ নয়। বিস্তারিতভাবে বলতে গেলে, লিওর কথায় স্পষ্ট যে দুজনে যতই একে অপরের বড় প্রতিদ্বন্দ্বী হোক না কেন, সম্মান একে অপরকে করেন। 

ফুটবলের ময়দানে নিজেদের প্রতিভা ও দলকে একাধিক ম্যাচ জেতানোর ফলে এক বড় নাম হয়ে উঠেছেন লিও মেসি ও ক্রিস্টিয়ানো রোনাল্ডো। দুই তারকার ভক্তের সংখ্যা প্রচুর। শুধু তাদের নিজেদের দেশেই নয়, অন্যান্য দেশেও তাঁদের ফ্যান ফলোয়িং চোখে পড়ার মতো। দুজনে যখন একে অপরের বিরুদ্ধে মাঠে নামেন, তখন ফুটবলপ্রেমীদের উন্মাদনা একেবারে তুঙ্গে পৌঁছে যায়। তাঁদের পায়ে বল যেতে দেখলেই, তাঁদের ভক্তরা ধরে নেন যে এবার গোল হতে চলেছে। সবমিলিয়ে, বর্তমানে দুই তারকা রীতিমতো রাজত্ব করছেন ফুটবল ইউনিভার্সে।

তবে দুজনে যতই একে অপরের বড় প্রতিদ্বন্দ্বী হোক না কেন, একে অপরের প্রতি সম্মান প্রচুর। মেসি ও রোনাল্ডোর ভক্তদের মাঝেমধ্যেই দেখা যায় সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলিতে তর্কাতর্কিত জড়াতে। কেউ বলে মেসি সেরা, তো কেউ বলে রোনাল্ডো। কিন্তু দুজন যখন একে অপরের মুখোমুখি হন, তখন সম্পূর্ণ অন্যরকমের এক চিত্র দেখা যায়। প্রতিদ্বন্দ্বী কম, বন্ধুর মতো আচরণ করেন একে অপরের সঙ্গে। ফুটবলপ্রেমীরাও এমন সুন্দর সম্পর্কের প্রশংসা করেন। বহু ফুটবলপ্রেমী আছেন যারা দাবি করেন যে দুজনেই নিজেদের দিক থেকে সেরা এবং এই তুলনা পুরোপুরি অর্থহীন।

দুই তারকার সম্পর্ক কেমন, এবার এই প্রসঙ্গে ফ্রান্স ফুটবলকে এক সাক্ষাৎকারে নিজের অবস্থান জানান মেসি। কি বলেন আর্জেন্টাইন তারকা? তিনি বলেন, “ফুটবলের দিক থেকে এটি চিরকালই একটি দুর্দান্ত লড়াই। আমার মতে আমরা দুজনেই একে অপরকে এক ভালো ফুটবলার হিসেবে গড়ে তুলেছি। আমরা দুজনেই বড় প্রতিযোগী এবং সর্বদা জিততে চেয়েছি। শুধু আমার নয়, সমস্ত ফুটবলপ্রেমীদের কাছে এটি একটি সোনালী যুগ। বহু বছর ধরে আমরা শীর্ষে থেকেছি, যেখানে পৌঁছানো সহজ কিন্তু ধরে রাখা কঠিন। আমরা এক দশক কি তার বেশি ধরে সেখানে থেকেছি। আমরা অনেককিছুর দাবেদার। এই স্মৃতি সমস্ত ফুটবলপ্রেমীর মনে লেগে থাকবে।”

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *