দেবজিৎ মুখার্জি: গতকাল আইপিএল ২০২৫এর প্রথম জয় পায় কলকাতা। ব্যাটিং হোক কি বোলিং, দুই বিভাগেই তারা এগিয়েছিল রাজস্থানের থেকে। বিস্তারিতভাবে বলতে গেলে বল হাতে যেমন রাজস্থানের ব্যাটারদের হাবুডুবু খাওয়ায় কলকাতার বোলাররা, তিনি ব্যাট হাতেও দলের ব্যাটিং বিভাসহ গ তুলে ধরেছে আগ্রাসী ক্রিকেট। বলা যায়, গোটা ম্যাচজুড়েই দাপট চলেছে নাইট বাহিনীর। জয়ের মার্জিনও অনেক। আট উইকেটে জিতেছে তারা। সবমিলিয়ে, এক দুর্দান্ত কামব্যাক হয়েছে অজিঙ্কা রাহানে ও তাঁর বাহিনীর।
তবে এদিনের ম্যাচে ব্যাট হাতে যেমন তাক লাগিয়ে দিয়েছেন প্রাক্তন প্রোটিয়া তারকা, তথা নাইটদের তারকা উইকেটরক্ষক ব্যাটার, কুইন্টন ডি কক, তেমনি বল হাতে রাজস্থানকে চাপে রেখেছিলেন দলের তারকা স্পিনার অলরাউন্ডার, তথা প্রাক্তন ইংলিশ তারকা, মইন আলি। বল হাতে তিনি নিজের নির্ধারিত চার ওভারের কোটায় দেন মাত্র ২৩ রান এবং নিজের ঝুলিতে তোলেন দুটি উইকেট। যদিও ব্যাট হাতে তেমন দাগ কাটতে পারেননি তিনি। ১২ বল খেলে করেন মাত্র পাঁচ রান এবং রান আউট হয়ে ফিরে যান প্যাভেলিয়নে। কিন্তু তাঁর বোলিংয়ে মুগ্ধ হয়েছেন সকলে। অনেকে এটাও দাবি করেছেন যে নাইটদের কাছে মইনের রূপে এক ভালো বিকল্প আছে।
তবে ম্যাচ শেষে সাংবাদিক বৈঠকে মইন জানান ঠিক কখন তিনি জানতে পারেন যে তাঁকে প্লেইং ইলেভেনে সুযোগ দেওয়া হয়েছে। তিনি বলেন, “খেলা শুরু হওয়ার কয়েক ঘন্টা আগে আমি জানতে পারি যে আমাকে সুনীল নারিনের জায়গায় খেলানো হবে। আমার কাজ ছিল ওদেরকে চাপে রাখা এবং বরুনকে সাহায্য করা যাতে ও উইকেট নিতে পারে। আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল বরুনের কাজ সহজ করার এবং আমি সেটাই করার চেষ্টা করেছি। ভাগ্যের জোরে আমিও উইকেট পেয়েছি।”
এরপর উইকেট তোলা প্রসঙ্গে বক্তব্য রাখেন মইন। তিনি বলেন, “যেহেতু আমি জানতাম ওরা চাপে আছে, তাই আমি বল ঘোরানোর চেষ্টা করেছিলাম। আমি জানতাম ওরা ঝুঁকি নেবে। সেই কারণে ভালো জায়গায় বল রাখার চেষ্টা করেছিলাম এবং তাতে সফল হয়েছি।” যদিও এতকিছু সত্বেও নিজেকে সেরাদের লিস্টে ফেলতে নারাজ প্রাক্তন ইংলিশ তারকা। মইন বলেন, “আমি এতটাও ভালো নই। আমি সর্বদা ব্যাটারদের জায়গা থেকে ভাবার চেষ্টা করি। আমি শুধু ভাবি যে ওই মুহূর্তে আমি থাকলে কি করতাম এবং সেই অনুযায়ী বল করি আর এভাবেই আমি সাফল্য পেয়েছি।”