৫০ ওভারে ক্রিকেট থেকে অবসর কবে? জানালেন হিটম্যান

৫০ ওভারে ক্রিকেট থেকে অবসর কবে? জানালেন হিটম্যান

দেবজিৎ মুখার্জি: একদিনের ক্রিকেটে নিজের ভবিষ্যৎ প্রসঙ্গে বক্তব্য রাখলেন টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটার হিটম্যান, ওরফে রোহিত শর্মা। এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানিয়ে দেন যে তিনি এখনো কন্ট্রিবিউট করতে পারছেন দলের হয়ে। তাঁর বক্তব্য, তিনি যেভাবে এতদিন খেলে এসেছেন, ঠিক সেভাবেই খেলবেন। এখানেই শেষ নয়, রোহিত আরো জানান যে কিভাবে তাঁর দৃষ্টিভঙ্গি পাল্টেছে। বলতে গেলে, রোহিত বুঝিয়ে দেন যে ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপকে তিনি টার্গেট করছেন এবং তা জিতেই তিনি অবসর ঘোষণা করবেন ৫০ ওভারের ক্রিকেট থেকে। 

গতবছর, ২০২৪ সালে, টি২০ বিশ্বকাপ জয়ের পর ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাট থেকে সরে দাঁড়ানো কথা জানিয়েছিলেন রোহিত। যদিও তিনি একা নন, অবসর নিয়েছিলেন বিরাট কোহলিও। এরপর কিছুদিন আগে টেস্ট ক্রিকেটকেও চিরবিদায় জানান রোহিত। নিজের ইনস্টাগ্রামে একটি স্টোরির মাধ্যমে তিনি অবসরের কথা ঘোষণা করেন। স্বাভাবিকভাবেই, এই খবরে মন ভাঙ্গে অনেকের। বহু ক্রিকেটপ্রেমী এমনও দাবি করেছেন যে পাঁচদিনের ক্রিকেটে আরো অনেককিছু দেওয়া বাকি ছিল রোহিতের এবং তিনি খেলা চালিয়ে যেতে পারতেন। আবার অনেকে মনে করেন এটাই সঠিক সময় ছিল রোহিতের অবসরের জন্য।

দেখতে গেলে এই মুহূর্তে রোহিত শর্মার সামনে রয়েছে একমাত্র ওডিআই ক্রিকেট। দুটি ফরমেট থেকে অবসর নেওয়ার পর অনেকেই মনে করছেন যে শীঘ্রই হয়তো এই ফরম্যাটকেও বিদায় জানাতে পারেন তিনি। কিন্তু রোহিত স্পষ্ট করে দিলেন যে এই মুহূর্তে তিনি ৫০ ওভারের ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর কথা ভাবছেন না। সাংবাদিক বিমল কুমারের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এই ব্যাপারে যাবতীয় বক্তব্য রাখেন। হিটম্যান বুঝিয়ে দেন কিভাবে একদিনের ক্রিকেটে তাঁর দৃষ্টিভঙ্গি পাল্টেছে।

রোহিত বলেন, “আমি যেভাবে খেলি, ঠিক সেভাবেই খেলব। আগে আমি প্রথম ১০ ওভারে দশ রান করতাম ৩০টা বল খেলে। কিন্তু এখন আমার মনে হয় ২০টা বল খেলে চল্লিশটা রান কেন করতে পারবোনা? দশ ওভারে ৮০ রান খারাপ কি ব্যাট চললে? আমার দৃষ্টিভঙ্গি এখন এমনই। এমনটা আমি আগেও করেছি। আসলে আমি আলাদাভাবে ক্রিকেট খেলতে চাই এখন। যেদিন আমার মনে হবে আমি পারছিনা যেটা করতে চাইছি, সেদিন খেলা ছেড়ে দেবো। কোন সন্দেহ নেই এই নিয়ে। কিন্তু এখন আমার মনে হয় কাজে লাগছে আমি যেটা দলের জন্য করছি।”

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *