চালু হলে কোথায় হবে খেলা? পরিকল্পনা করে ফেলেছে বোর্ড

চালু হলে কোথায় হবে খেলা? পরিকল্পনা করে ফেলেছে বোর্ড

দেবজিৎ মুখার্জি: শীঘ্রই হয়তো মুখের হাসি চওড়া হতে পারে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের। দ্রুত হতে পারে অপেক্ষার অবসান। কি ঘটেছে? ৭ দিনের মধ্যে আইপিএল চালু হলে কোন মাঠগুলিতে খেলা হবে, তা নিয়ে ইতিমধ্যেই সবকিছু ঠিক করে নেওয়া হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) তরফ থেকে। এই খবর জানাজানি হতেই উন্মাদনা তুঙ্গে পৌঁছে গেছে সকলের। বলা যায়, ক্রিকেটপ্রেমীরা এই মুহূর্তে অপেক্ষা করছেন বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্তের। সকলেই মুখিয়ে রয়েছে সেদিকে।

ভারত-পাক যুদ্ধ পরিস্থিতি আঁচ পড়ে ২২ গজেও। মাঝপথে বন্ধ হয়ে যায় ধর্মশালায় দিল্লি ও পাঞ্জাবের ম্যাচ। হঠাৎ আলো নিভে যাওয়ায় এক চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয় স্টেডিয়াম চত্বরে। সকল দর্শককে নির্দেশ দেওয়া হয় মাঠ ছাড়ার। নিরাপত্তাকর্মীরা এই ব্যাপারে তাঁদের সাহায্য করেন। বেরিয়েই দর্শকরা নিজেদের ক্ষোভ প্রকাশ করেন এবং তুলতে শুরু করেন পাকিস্তান বিরোধী স্লোগান। এরপর পরিস্থিতি সঠিক নয় বুঝে একসপ্তাহের জন্য আইপিএল স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয় বোর্ডের তরফ থেকে এবং জানিয়ে দেওয়া হয় যে আগামীদিনে স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনায় বসে সময়সূচি সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

তবে এবার এক বিসিসিআই সূত্র মারফত জানা গিয়েছে যে পরিস্থিতি ঠিক হলে কোথায় খেলা হবে ম্যাচ, সেই ব্যাপারে সবকিছু ঠিক করে ফেলেছে বোর্ড। জানা যাচ্ছে, তারা চাইছে ম্যাচগুলি পূর্ব ও দক্ষিণ ভারতে আয়োজন করতে এবং এর মধ্যে রয়েছে কলকাতার নামও। এখানেই শেষ নয়, আরো জানা গিয়েছে যে বোর্ডের পরিকল্পনা রয়েছে দ্বিতীয় দফা শুরু করা দিল্লি বনাম পাঞ্জাব ম্যাচ দিয়েই এবং অংশগ্রহণকারী দলগুলিকেও প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ সবমিলিয়ে এটা স্পষ্ট যে জনগণের বিনোদনের কথা ভেবে কোন খামতি রাখতে চাইছেনা বোর্ড এবং দ্রুত টুর্নামেন্ট চালু করাই তাদের লক্ষ্য।

বিসিসিআই সূত্রের বক্তব্য, “একটি গুরুত্বপূর্ণ পরিকল্পনা তৈরি করা হচ্ছে বোর্ডের তরফ থেকে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলি আয়োজিত হবে কলকাতা, হায়দরাবাদ, চেন্নাই কিংবা বেঙ্গালুরুতে। তবে অন্তিম সিদ্ধান্ত নেওয়া হবে পরিস্থিতি থেকে ঠিক হলে।” এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত জল কতদূর গড়ায়। কি হবে টুর্নামেন্টের পরিণতি? ফের কবে গড়াবে বল? এই সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যাবে আর কিছুদিনের মধ্যে বলেই মনে করা হচ্ছে। কিন্তু দিনের শেষে পুরো ব্যাপারটাই নির্ভর করছে পরিস্থিতির উপর।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *