রোহিতের ভূমিকায় কি দেখা যাবে গিলকে?

রোহিতের ভূমিকায় কি দেখা যাবে গিলকে?

দেবজিৎ মুখার্জি: ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে অধিনায়ক বেছে নেওয়ার পথে ভারতীয় ক্রিকেট বোর্ড। রোহিত শর্মার হঠাৎ অবসরের পর যেই চিন্তা বোর্ডের ছিল, তা শীঘ্রই মিটতে চলেছে। এতদিন হিটম্যান যে দায়িত্বে ছিলেন, এবার তা যেতে পারে দলের তরুণ তারকা শুভমান গিলের কাঁধে। এক নির্বাচক সূত্রের এমনটাই বক্তব্য। তাঁর মারফত জানা গিয়েছে যে বোর্ড এই মুহূর্তে এক তরুণ ক্রিকেটারকে খুঁজছে যে ধারাবাহিকভাবে খেলতে পারবে। 

বুধবার, ৭ই মে, টেস্ট ক্রিকেট থেকে হঠাৎ অবসর নেওয়ার সিদ্ধান্ত নেন টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটার রোহিত শর্মা। নিজের ইনস্টাগ্রাম স্টোরি থেকে তিনি রিটায়ারমেন্ট সংক্রান্ত একটি পোস্ট করেন টেস্ট ক্রিকেটের টুপির ছবি সমেত। এরপরই শুরু হয় তাঁর ভক্ত থেকে শুরু করে দেশের ক্রিকেটপ্রেমীদের রিপ্লাইয়ের বন্যা। এখানেই শেষ নয়, তাঁর সতীর্থরাও এমন সিদ্ধান্তে চমকে গিয়েছেন। বিস্তারিতভাবে বলতে গেলে, এই মুহূর্তে রোহিত শর্মার টেস্টকে বিদায় জানানো হইচই ফেলে দিয়েছে চারিদিকে।

এমন পরিস্থিতিতে বেশ চিন্তায় পড়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তাদের এই মুহূর্তে খুঁজতে হবে আসন্ন ইংল্যান্ড সিরিজের জন্য অধিনায়ক। আইপিএলের পরেই হবে এই সিরিজ। তার আগে এমন হঠাৎ অবসর নেওয়া চাপে ফেলল বোর্ডকে। তবে সূত্র মারফত জানা গিয়েছে যে এই মুহূর্তে কমিটি এমন এক তরুণ ক্রিকেটারকে এই দায়িত্ব দিতে চান যে ধারাবাহিকভাবে খেলবে এবং সেক্ষেত্রে বিবেচনা করা হচ্ছে শুভমান গিলের নাম। যদিও বিদেশের মাঠে ব্যাট হাতে গিল এমন প্রভাব ফেলতে সফল হননি।

এই প্রসঙ্গে এক নির্বাচক সূত্র বলেন, “আমরা চাই এমন একজনকে যে খেলতে পারবে প্রতিটি ম্যাচ। আইপিএলে বর্তমানে নেতৃত্ব দিচ্ছেন শুভমান গিল এবং বেশ পরিণত বুদ্ধি। গুজরাট টাইটান্স ভালো খেলছে এবং অধিনায়ক ও ব্যাটসম্যান, দুভাবেই সফল গিল। আগামীদিনে ভারতীয় ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারবে গিল।” যদিও এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত জিটি অধিনায়কের কাঁধে এই দায়িত্ব দেওয়া হয় কিনা।

উল্লেখ্য, ২০২০ সালের ২৬শে ডিসেম্বর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে শুভমান গিলের। তবে বিদেশের মাটির চেয়ে তিনি বেশি সাফল্য পেয়েছেন উপমহাদেশে। এখনো পর্যন্ত ক্রিকেটের সবচেয়ে বড় ফরম্যাটে তাঁর সর্বোচ্চ স্কোর ১২৮ এবং তাঁর ঝুলিতে পাঁচটি শতরান এবং সাতটি অর্ধশতরান। এবার দেখার বিষয় যে তিনি শেষমেষ দলকে নেতৃত্ব দেন কিনা।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *