দেবজিৎ মুখার্জি: “সম্মান করবো বয়স যাই হোক না কেন” দলের সবচেয়ে অল্প বয়সী ক্রিকেটার বৈভব সূর্যবংশীকে নিয়ে টসে এমনটাই দাবি করলেন রাজস্থান রয়্যালস অধিনায়ক সঞ্জু স্যামসন। তিনি সোজাসাপ্টাভাবে জানিয়ে দিলেন যে কেউ যদি অসাধারন কিছু একটা করে দেখান, তাহলে তিনি তাঁকে সম্মান করবেন, তাঁর বয়স যাই হোক না কেন। এখানেই শেষ নয়, তিনি আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে দেন। আরআর অধিনায়ক বলেন যে তিনি এটিকে সম্মান জানিয়ে ডাউন দ্যা অর্ডার নামবেন।
চলতি আইপিএলে একাধিক তারকা ক্রিকেটারের ব্যাট থেকে অসাধারণ ইনিংস এলেও ক্রিকেটপ্রেমীদের সবচেয়ে বেশি মন ছুঁয়েছে এবং দৃষ্টি আকর্ষণ করেছে রাজস্থান রয়েলসের ১৪ বছর বয়সী বৈভব সূর্যবংশীর ইনিংস। ব্যাট হাতে শুভমান গিল নেতৃত্বাধীন গুজরাট টাইটানসের বিরুদ্ধে তিনি শতরান হাকান। ৩৮ বলে ১০১ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন এবং দলকে ফিনিশ লাইন পার করান। ৮ উইকেটে ম্যাচ নিজেদের ঝুলিতে তোলে রাজস্থান। অল্প বয়সে এই অসাধারণ ইনিংস দেখে মুগ্ধ হয় ক্রিকেটমহল। প্রায় সকলেই দাবি করতে শুরু করেন যে শীঘ্রই বৈভব জাতীয় দলে সুযোগ পাবেন।
যদিও রাজস্থান আইপিএল থেকে ছিটকে গেছে। পাঞ্জাবের বিরুদ্ধে নিজেদের ঘরের মাঠ সাওয়াই মান সিং স্টেডিয়ামে তারা নিয়মরক্ষার ম্যাচ খেলতে নামে। সেখানে টসে বৈভব প্রসঙ্গে নিজের অবস্থান জানান সঞ্জু স্যামসন। নীতিশ রানার পরিবর্তে তিনি খেলতে নামেন এদিনের ম্যাচে। তিনি সেই মুহূর্তে জানান যে দলে ফিরলেও বৈভব ওপেন করবেন যশস্বীর সঙ্গে এবং তিনি পড়ে নামবেন। পাশাপাশি, বৈভবের সেই নজরকাড়া ইনিংসকে পূর্ণ সম্মান জানিয়ে সঞ্জু বলেন যে কেউ কিছু অসাধারণ করে দেখালে, সে সম্মানের যোগ্য।
সঞ্জু বলেন, “আমি মনে করি কেউ যদি কিছু অসাধারণ করে দেখায়, তাহলে সে সম্মানের যোগ্য তার বয়স যাই হোক না কেন। সেটাকে সম্মান জানিয়ে আমি ডাউন দা অর্ডার ব্যাট করতে নামবো।” রাজস্থান অধিনায়কের এমন বক্তব্য সমর্থন করেছেন দলের সমর্থক থেকে শুরু করে অন্যান্য ক্রিকেটপ্রেমীরা। প্রায় অধিকাংশেরই মতে তিনি একেবারে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। প্রসঙ্গত, এদিনের ম্যাচে পাঞ্জাবের দেওয়া ২২০ রানের টার্গেট তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে রাজস্থান শেষ করে ২০৯ রানে। মাত্র ১০ রানে জয় পায় পাঞ্জাব। ১৫ বলে ৪০ রানের একটি আগ্রাসী ইনিংস খেলেন বৈভব, যার মধ্যে ছিল চারটি চার এবং চারটি ছয়। অর্থাৎ পুরো রানটাই আসে বাউন্ডারি পার করিয়ে। এবার দেখার বিষয় যে পরবর্তী ম্যাচগুলিতে কেমন পারফর্ম করেন এই তরুণ তারকা।