দেবজিৎ মুখার্জি: রজত পতিদার নেতৃত্বাধীন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে বড় দাবি করে বসলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন তারকা মনোজ তিওয়ারি। শুধু দাবি নয়, একেবারে আবদার করে বসলেন প্রাক্তন নাইট তারকা। কি চাইলেন মনোজ? তিনি আরসিবি দলকে অনুরোধ করেন যেন বিরাট কোহলির জন্য এই বছর তারা আইপিএল জেতে। এখানেই শেষ নয়, তিনি এটাও পরিষ্কার করে দেন যে এবারের খেতাব যদি আরসিবির ঝুলিতে ওঠে, তাহলে এটি একটি ট্রিবিউট হবে বিরাট কোহলির জন্য।
চলতি আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করে চলেছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ইতিমধ্যেই তারা কোয়ালিফাই করে গেছে ‘প্লে-অফ’এর জন্য। তবে শুধু আরসিবি নয়, বিরাট কোহলির পারফরম্যান্সও দৃষ্টি আকর্ষণ করেছে দলের সমর্থক থেকে শুরু করে দেশের সমস্ত ক্রিকেটপ্রেমীর। কিন্তু ভালো পারফর্ম করা সত্ত্বেও এর আগে আইপিএল জিততে পারেনি বেঙ্গালুরু। তবে এবার অনেকেই মনে করছেন যে তাদের কাছে একটা বড় সুযোগ রয়েছে প্রথমবার এই খেতাবটিকে নিজেদের নামে করার। কিন্তু অতীতের ব্যর্থতা থেকে কোথাও না কোথাও একটা ভয় লেগেই রয়েছে। ফের তীরে এসে তরী না ডোবে, এমনটাই ভয় পাচ্ছেন অনেকে।
এবার এই প্রসঙ্গে বড় আরসিবি দলের কাছে আবদার করলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন তারকা, তথা প্রাক্তন নাইট, মনোজ তিওয়ারি। ক্রিকবাজে তিনি বলেন, “এই ট্রফি বিরাট কোহলির প্রাপ্য। গোটা আরসিবি দলেরই এই ট্রফি প্রাপ্য। মনে হচ্ছে গোটা ইউনিভার্স কাজ করছে আরসিবির এই ট্রফির খড়া মেটানোর জন্য। তবে বিরাট কোহলির চেয়ে এটা কেউ বেশি ডিজার্ভ করেনা। আমরা ২০১১ সালের ওডিআই বিশ্বকাপ জিততে চেয়েছিলাম শচিন তেন্ডুলকারের জন্য। তার কারণ তিনি দীর্ঘদিন ধরে ভারতীয় ক্রিকেটে অবদান রেখেছেন।”
মনোজ তিওয়ারি আরো বলেন, “একইভাবে ফ্রাঞ্চাইজি ক্রিকেটে প্রতিবছর বিরাট কোহলি রান পায়। তাই এবার আরসিবির বিরাট কোহলির জন্য আইপিএল জেতা দরকার। ওর জন্য একটু পুশ করো তোমরা। ও ভারতীয় ক্রিকেট দলের একজন দুর্দান্ত অধিনায়কও। যদি এবার আরসিবি যেতে, তাহলে এটা বড় ট্রিবিউট হবে বিরাট কোহলির জন্য।” এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত নিজেদের সমর্থকদের স্বপ্ন সফল করতে পারেন কিনা রজত পতিদার ও তাঁর বাহিনী। বিরাট কোহলিরা কি পারবেন নিজেদের প্রথম খেতাব এবার জিততে? তা বলবে সময়।