Digvesh Rathi – এ বাংলার মুখ https://ebanglarmukh.com বাংলার অন্যতম ই-ম্যাগাজিন Tue, 20 May 2025 10:55:15 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.1 242543434 “দায়িত্ব নিতেই হত” পুরস্কার বিতরণী মঞ্চে স্পষ্টবার্তা অভিষেকের https://ebanglarmukh.com/sports/have-to-take-responsibility-abhisheks-clear-message-at-post-match-presentation-ceremony/ https://ebanglarmukh.com/sports/have-to-take-responsibility-abhisheks-clear-message-at-post-match-presentation-ceremony/#respond Tue, 20 May 2025 10:55:13 +0000 https://ebanglarmukh.com/?p=940 দেবজিৎ মুখার্জি: “দায়িত্ব নিতেই হত” লখনৌ সুপার জায়েন্টসের বিরুদ্ধে সম্মানরক্ষার ম্যাচ জিতে পুরস্কার বিতরণী মঞ্চে এমনটাই দাবি করলেন হায়দরাবাদের তরুণ তারকা অভিষেক শর্মা। ব্যাট হাতে একটি দুর্দান্ত ইনিংস খেলায় তাঁকে ঘোষণা করা হয় ম্যাচের সেরা। সেখানে নিজের ইনিংস ও দলের জয় প্রসঙ্গে একাধিক বক্তব্য রাখেন অভিষেক। পাশাপাশি, দিগবেশ রাঠির সঙ্গে হওয়া তর্কাতর্কি নিয়েও নিজের অবস্থান জানান। সবমিলিয়ে, এই বছর আইপিএল থেকে ছিটকে গেলেও এই জয় স্বস্তি দিয়েছে অরেঞ্জ আর্মিকে। 

সোমবার, ১৯শে মে, নিজেদের ঘরের মাঠ একানা স্টেডিয়ামে হায়দ্রাবাদের বিরুদ্ধে এক মাস্ট উইন ম্যাচ খেলতে নামে লখনৌ। টসে জিতে এদিন প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় হায়দ্রাবাদ। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২০৫। সর্বোচ্চ ৬৫ রান করেন মিচেল মার্শ। এছাড়া ৬১ রানের একটি মারকুটে ইনিংস আসে এডেন মার্করামের ব্যাট থেকেও। হায়দ্রাবাদের বোলারদের মধ্যে দুটি উইকেট নিজের ঝুলিতে তোলেন ঈশান মালিঙ্গা এবং একটি করে উইকেট পান হার্ষ দুবে, হার্শাল প্যাটেল এবং নীতিশ কুমার রেড্ডি। 

জবাবে রান তাড়া করতে নেমে এক ওভার চার বল বাকি থাকতে চার উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় হায়দ্রাবাদ। ২০ বলে ৫৯ রানের একটি অসাধারণ ইনিংস খেলেন দলের তরুণ তারকা অভিষেক শর্মা। এছাড়া হেনরিক ক্লাসেন করেন ৪৭ এবং ঈশান কিসান ৩৫। লখনৌর বোলারদের মধ্যে একটি করে উইকেট পান ও’রার্ক ও শারদুল ঠাকুর এবং দুটি উইকেট তোলেন দিগবেশ রাঠি। নিজের মারকাটারি ইনিংসের ফল ফান অভিষেক শর্মা। তিনি হন ম্যাচের সেরা।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নিজের ইনিংস প্রসঙ্গে একাধিক বক্তব্য রাখেন অভিষেক। তিনি বলেন, “যদি আমরা প্রথমে ব্যাট করতাম, তাহলে আমাদের পরিকল্পনা আলাদা হত। যখন ২০০ রানের বেশি তাড়া করতে হবে, তখন আমাকে চালিয়ে খেলতে হবে। অথর্বর সঙ্গে আমার কথা হয় যে আমরা প্রথম বলটা দেখব এবং তারপর চালাতে শুরু করব। যদি আপনি কোন আন্তর্জাতিক ক্রিকেটারকে জিজ্ঞেস করেন, তাহলে তাঁরা আপনাকে বলবেন যে চেজ করার সময় আপনাকে পাওয়ারপ্লে জিততে হবে। আমি নিজেকে এক্সপ্রেস করতে চাইছিলাম। আমি যদি ভালো করি, তাহলে দলও ভালো করবে। আন্তর্জাতিক খেলোয়াড় হিসেবে আপনাকে দায়িত্ব নিতে হবে। পরিকল্পনা ইন্টারন্যাশনাল সাইডের মতোই ছিল। যদি প্রথম বলেই সুযোগ আসে, তাহলে আমাকে কাজে লাগাতে হবে।” এছাড়া দিগবেশ রাঠির সঙ্গে ঝগড়া প্রসঙ্গে অভিষেক বলেন, “ম্যাচের পরে কথা হয়েছে। সব ঠিক হয়ে গেছে।”

]]>
https://ebanglarmukh.com/sports/have-to-take-responsibility-abhisheks-clear-message-at-post-match-presentation-ceremony/feed/ 0 940