Naman Dhir – এ বাংলার মুখ http://ebanglarmukh.com বাংলার অন্যতম ই-ম্যাগাজিন Thu, 22 May 2025 08:37:29 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.1 242543434 “অনেক সাহায্য করেছে পলি” পোলার্ডকে ক্রেডিট নমনের http://ebanglarmukh.com/sports/polly-helped-me-a-lot-naman-credits-pollard/ http://ebanglarmukh.com/sports/polly-helped-me-a-lot-naman-credits-pollard/#respond Thu, 22 May 2025 08:37:27 +0000 https://ebanglarmukh.com/?p=975 দেবজিৎ মুখার্জি: “পলি আমায় বেশ সাহায্য করেছে” দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে জয় পেয়ে সাংবাদিকদের মুখোমুখি হয় এমনটাই জানালেন মুম্বাই ইন্ডিয়ান্সের তরুণ তারকা নমন ধীর। তিনি জানান যে দলের ব্যাটিং কোচ কায়রন পোলার্ডের সঙ্গে কথা বলা তাঁকে খুব সাহায্য করেছে। এখানেই শেষ নয়, প্রাক্তন ক্যারিবিয়ান তারকার অভিজ্ঞতা নিয়েও বক্তব্য রাখেন নমন। তাঁর মতে, পোলার্ডের অভিজ্ঞতা প্রচুর ও তিনি প্রায় ৭০০টি ম্যাচ খেলেছেন এবং তাঁকে এডুকেট করেন বোলারদের শক্তি ও দুর্বলতা নিয়ে। সবমিলিয়ে, নমনের ব্যাটিং সকলের দৃষ্টি আকর্ষণ করলেও তিনি ক্রেডিট দিচ্ছেন পোলার্ড।

বুধবার, ২১শে মে, দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে এক মাস্ট উইন ম্যাচ খেলতে নামে মুম্বাই ইন্ডিয়ান্স। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮০ রান তোলে মুম্বাই। সর্বোচ্চ ৭৩ রান করেন সূর্যকুমার যাদব এবং তিনিই হন ম্যাচের সেরা। অন্যদিকে, রান তাড়া করতে নেমে দিল্লির ইনিংস শেষ হয় ১২১ রানে। ১৮.২ ওভারে অলআউট হয়ে যায় তারা। বল হাতে বিধ্বংসী বোলিং তুলে ধরেন জাস্প্রিত বুমরাহ ও মিচেল স্যান্টনার। দুজনেই তিনটি করে উইকেট নিজেদের ঝুলিতে তোলেন। বিস্তারিতভাবে বলতে গেলে, তাঁরা ভেঙে দেন দিল্লির ব্যাটিং অর্ডারের কোমর। 

তবে এদিন প্লেয়ার অফ দ্যা ম্যাচ পুরস্কার সূর্যকুমার যাদবের ঝুলিতে গেলেও দলের সমর্থক থেকে শুরু করে অন্যান্য ক্রিকেটপ্রেমীদের দৃষ্টি আকর্ষণ করেছে নমন ধীরের কেমিও ইনিংস। মাত্র ৮টি বল খেলে তিনি করেন ২৪ রান যার মধ্যে রয়েছে দুটি চার এবং দুটি ছয়। একটা সময় যখন ধরে নেওয়া হচ্ছিল যে মুম্বাই ১৬০ রানও পৌঁছাতে পারবেনা, ঠিক সেই মুহূর্তে নিজের প্রতিভা তুলে ধরলেন নমন। ১৯তম ওভারে মুকেশ কুমারের শেষ চারটি বলে তিনি তোলেন ২০ রান। এছাড়া অন্তিম ওভারে সূর্যকুমার যাদব একাই ২১ রান করেন এবং দলকে লড়াকু টোটালে নিয়ে যেতে সফল হন। 

মুম্বাই ইন্ডিয়ান্স শিবির নমনের এই ইনিংসে খুশি হলেও তরুণ তারকা এর পুরো ক্রেডিট দেন দলের ব্যাটিং কোচ কায়রন পোলার্ডকে। ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই প্রসঙ্গে নিজের বক্তব্য রাখেন এবং বলেন, “আমি পলির সঙ্গে প্রতিদিন কথা বলি এবং সেটাই আমাকে খুব সাহায্য করেছে। ওনার অভিজ্ঞতা প্রচুর। প্রায় ৭০০টি ম্যাচ খেলেছেন উনি এবং আমায় বোলারদের শক্তি ও দুর্বলতা প্রসঙ্গে এডুকেট করেন।” এরপর দলের পরবর্তী লক্ষ্য কি, সেই প্রসঙ্গেও জানান নমন। তিনি বলেন, “আমরা এখন পরবর্তী ম্যাচ ও টুর্নামেন্ট জয়ের উপর ফোকাস করছি।”

]]>
http://ebanglarmukh.com/sports/polly-helped-me-a-lot-naman-credits-pollard/feed/ 0 975