দেবজিৎ মুখার্জি: অবশেষে কঠিন পরীক্ষা দুর্দান্তভাবে পাশ করলেন রোহিত শর্মা। প্রমাণ করে দিলেন বোর্ডকে যে এখনো তাঁর মধ্যে অনেক ক্রিকেট বাকি রয়েছে। পাশাপাশি, এটাও বুঝিয়ে দিলেন যে তিনি যোগ্য অধিনায়ক হিসেবে। ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে তিনিই দেবেন দলকে নেতৃত্ব। এখানেই শেষ নয়, হিটম্যানের প্রশংসায় পঞ্চমুখ বোর্ডও। এক সূত্র এমনটাই দাবি করেছেন।
গত বর্ডার-গাভাস্কার ট্রফিতে বিশ্রী ফলাফলের পর চরম সমালোচনার মুখে পড়তে হয়েছিল টিম ইন্ডিয়াকে। বিশেষ করে লাগাতার কটাক্ষের শিকার হতে হয়েছিল দলের দুই স্তম্ভ, অধিনায়ক রোহিত শর্মা ও চেজ মাস্টার বিরাট কোহলিকে। বিরাটের ব্যাট থেকে একটি শতরান আসলেও রোহিত একেবারেই দাগ কাটতে পারেনি। অর্ধশতরান বা শতরান তো দূর, দুই সংখ্যার রানও ঠিকভাবে করতে পারেননি। এক কথায় বলা যায়, রীতিমতো ছন্দহীন দেখিয়েছিল তাঁকে।
এরপরই ওঠে ২২ গজে রোহিতের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন। অনেকে মনে করেছিলেন যে শীঘ্রই হয়তো তিনি অধিনায়কত্ব হারাবেন এবং অবসর নিতে পারেন। আবার অনেকের তাঁর উপর বিশ্বাস ছিল যে তিনি একদিনের ক্রিকেটের মাধ্যমেই রানে ফিরবেন। ঠিক সেটাই হয়। ৫০ ওভারের ক্রিকেটে সেই পুরনো আগ্রাসী ব্যাটিং দেখা যায় তাঁর। ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে শতরানের পর চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালেও ম্যাচ উইনিং ইনিংস খেলেন রোহিত। এই দুরন্ত কামব্যাক দেখে খুশি হন দেশের ক্রিকেটপ্রেমীরা।
তারই ফল পেলেন রোহিত। বিসিসিআই বেশ সন্তুষ্ট এখন তাঁকে নিয়ে। সুত্র মারফত জানা গিয়েছে যে আসন্ন ইংল্যান্ড সিরিজে রোহিতকেই দেওয়া হবে অধিনায়কত্বের ভার। এক সূত্র এই প্রসঙ্গে নিজের অবস্থান প্রকাশ্যে আনেন। তিনি বলেন, “রোহিত কি করে দেখাতে পারে, সেটা ও সকলকে দেখিয়ে দিয়েছে। এই মুহূর্তে সবাই মনে করছে যে ওই সঠিক ক্রিকেটার ইংল্যান্ডের বিরুদ্ধে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেওয়ার জন্য। এছাড়া ও নিজেও টেস্ট ক্রিকেট খেলার ইচ্ছা প্রকাশ করেছে।”
প্রসঙ্গত, অবসর নেবেন কি নেবেন না, সেই প্রসঙ্গে নিজের বক্তব্য ইতিমধ্যেই পেশ করেছিলেন রোহিত শর্মা। চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর তিনি বলেছিলেন, “এই মুহূর্তে কোনকিছু ভাবিনি ভবিষ্যৎ নিয়ে। যেমনটা চলছে, তেমনটাই চলুক। গত দুটি আইসিসি টুর্নামেন্টে আমরা একটিও ম্যাচ হারিনি। অপরাজিত থেকেই জিতেছি। গত ওডিআই বিশ্বকাপে ৯টি ম্যাচ জিতেছিলাম। খেলা যতক্ষণ না শেষ হচ্ছে, ততক্ষণ ছাড়া হবেনা।”