দেবজিৎ মুখার্জি: আর কয়েক মাস পর টিম ইন্ডিয়ার নতুন মিশন ইংল্যান্ড। পাঁচটি টেস্ট খেলবে মেন ইন ব্লু তাদের বিরুদ্ধে। সামনে আইপিএল হলেও এখন থেকেই দল নিয়ে পরিকল্পনা শুরু করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এখন থেকেই কাকে অধিনায়ক করা হবে, তা নিয়ে শুরু হয়েছে জোরদার আলোচনা। বলা যায়, সদ্য চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলেও এই সিরিজকে একেবারেই হালকাভাবে নিতে নারাজ দল ও টিম ম্যানেজমেন্ট।
তবে অন্যদিকে এই সিরিজে দলে ফেরার জন্য মরিয়া কেএস ভারত। প্রায় বছর দুয়েক তিনি জাতীয় দলের বাইরে। ঋষভ পান্থ আহত হওয়ার পর তিনি ধারাবাহিকভাবেই দলের সঙ্গে ছিলেন। কিন্তু তিনি পাওয়া সুযোগ কাজে লাগাতে পারেননি। শতরান তো দূর, এখনো পর্যন্ত একটি অর্ধশতরানও নিজের নামে করতে পারেননি ভারত। এর ফলে পান্থ ফিরে আসায় তিনি দল থেকে বাদ পড়ে যান।
কিন্তু এবার দলে ফিরতে যাবতীয় সব চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারত। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে জায়গা করার জন্য তিনি সেই দেশে ক্লাব ক্রিকেট খেলতে পারি দিচ্ছেন। যদিও বাদ পড়ার পর থেকেই তিনি লাগাতার ডোমেস্টিক ক্রিকেট খেলে যাচ্ছেন। পাশাপাশি, ব্যাটিংয়ে উন্নতির জন্য অনেক কাজও করেছেন। বলে রাখা ভালো, গত বছর তিনি ‘ভারত এ’ দলের হয়ে খেলে শতরান পান ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত তিনি জাতীয় দলে জায়গা ফিরে পান কিনা।