দেবজিৎ মুখার্জি: এই মুহূর্তে গোটা ভারতবর্ষে চলছে আইপিএল ফিভার। প্রতিটি ক্রিকেটপ্রেমী অপেক্ষায় রয়েছে ২২শে মার্চের। একদিকে যেমন তাদের উন্মাদনা পৌঁছেছে চরম পর্যায়, ঠিক তেমনি ক্রিকেটারদেরও বাড়েছে এক্সাইটমেন্ট। সকলেই নিজেদের প্রস্তুতিতে মন দিয়েছে জয় ও জাতীয় দলে জায়গা পাওয়াকে টার্গেট করে। বলা যায়, বর্তমানে ৮ থেকে ৮০ সকলেই দিন গুণছে টুর্নামেন্ট শুরু হওয়া নিয়ে।
তবে এরই মাঝে নিজের জীবনের এক অধ্যায়ের কথা জানালেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক, তথা টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটার, সঞ্জু স্যামসন। জিওস্টারের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি জানালেন কিভাবে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন হেড স্যার, তথা প্রাক্তন অধিনায়ক, রাহুল দ্রাবিড় তাঁকে দলে জায়গা দিয়েছিলেন। পাশাপাশি, এটাও জানান যে সেই অনুভূতিটা কেমন ছিল তাঁর কাছে।
সঞ্জু বলেন, “সেই সময়ে উনি দলের অধিনায়ক ছিলেন এবং উনি তরুণ প্রতিভা খুঁজছিলেন। আমাকে ট্রায়ালে দেখার পর উনি এসে বলেন তুমি কি খেলবে আমার দলে? সেখান থেকে আজকের দিন….. অনুভূতিটা সত্যিই আলাদা। এখন আমি অধিনায়ক আর রাহুল স্যার দীর্ঘদিন পর দলের কোচ হয়ে ফিরে এসেছেন। উনি সর্বদাই এই পরিবারের এক অংশ ছিলেন এবং ওনাকে ফিরে পেয়ে আমরা কৃতজ্ঞ।”