নিউজ ডেস্ক: ফের আইপিএল নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসলেন প্রাক্তন পাক তারকা ইনজামাম উল হক। এক সাক্ষাৎকারে তিনি অন্যান্য ক্রিকেট বোর্ডগুলিকে করলেন বিশেষ আবেদন। কি সেই আবেদন? ইনজির বক্তব্য, যেহেতু ভারতীয় ক্রিকেট বোর্ড অন্যান্য দেশের ক্রিকেট লীগে দলের ক্রিকেটারদের পাঠায়না, তাই সকলের এই ব্যাপারে কঠোর সিদ্ধান্ত নেওয়া উচিত। সেই দাবিটি ভাইরাল পর্যন্ত হয়েছে বিভিন্ন সমাজ মাধ্যমে।
আর মাত্র কদিন! তারপরেই শুরু হবে সকলের প্রিয় আইপিএল। ইতিমধ্যেই জয়কে পাখির চোখ করে জোরদার প্রস্তুতিতে নেমে পড়েছেন সব দলের ক্রিকেটাররা। ঘন্টার পর ঘন্টা ঘাম ঝরাচ্ছেন নেটে সকলেই। ব্যাটার থেকে বোলার, সবাই এখন চালিয়ে যাচ্ছেন কঠিন অনুশীলন। পাশাপাশি, আগামী বছর, অর্থাৎ ২০২৬ সালে, রয়েছে টি২০ বিশ্বকাপ। সেটির কথা মাথায় রেখেও নিজেদের সেরাটা দিতে মরিয়া সকল ক্রিকেটার।
তবে এরই মাঝে ফের ভারতের এই জনপ্রিয় টুর্নামেন্ট নিয়ে সুর চড়ালেন প্রাক্তন পাক অধিনায়ক ইনজামাম উল হক। এর আগে চলতি মাসের ২ তারিখেও তিনি বিসিসিআইকে একহাত নিয়েছিলেন। এবারও ইনজি উগ্রে দিলেন ক্ষোভ। এক চ্যানেলে তিনি বলেন, “যত বড় ক্রিকেটার আছে, তারা সকলেই কিন্তু আইপিএল খেলেছে। অন্যদিকে ভারত কিন্তু তাদের ক্রিকেটারদের অন্য দেশের লিগ খেলতে দেয়না। তাই আমি মনে করি যে অন্যান্য বোর্ডগুলিরও উচিত নিজেদের ক্রিকেটারদের ছাড়া বন্ধ করা আইপিএলের জন্য।”
যদিও এখানেই থেমে যাননি প্রাক্তন পাক তারকা। ইনজামাম উল হক অন্যান্য বোর্ডগুলিকে এই বিষয়ে সরব হওয়ার পরামর্শ পর্যন্ত দেন। তিনি বলেন, “অন্য সব বোর্ডগুলির কি এবার কড়া সিদ্ধান্ত নেওয়া উচিত নয় যদি বিসিসিআই ভারতীয় ক্রিকেটারদের অন্যান্য লিগে খেলতে না পাঠায়? আমার সকলের কাছে আহ্বান যে এবার সমস্ত বোর্ড বিসিসিআইয়ের বিরুদ্ধে একজোট হোক।”
তাঁর এই মন্তব্য চারিদিকে ছড়িয়ে পড়তে বেশি সময় নেয়নি। বলা যায়, রীতিমতো চোখের নিমেষে ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলিতে এবং এরপরই শুরু হয় কমেন্ট বক্সে যুদ্ধ। কেউকেউ ইনজির পক্ষ নিয়েছেন। আবার অনেকে এটিকে উস্কানিমূলক মন্তব্য বলেও দাবি করেছেন। সবমিলিয়ে, একরকম ‘ওয়ার অফ ওয়ার্ডস্’ হয়ে গেছে দুই পক্ষের মধ্যে। যদিও এবার দেখার বিষয় যে অন্যান্য বোর্ডগুলি এক্ষেত্রে রাজি হয় কিনা। শেষ পর্যন্ত পরিণতি কি হবে? তা বলবে সময়।