আইএসএলের প্লে-অফ শিডিউল ঘোষণা! কবে কার ম্যাচ?

আইএসএলের প্লে-অফ শিডিউল ঘোষণা! কবে কার ম্যাচ?

দেবজিৎ মুখার্জি: ভারতীয় ফুটবলপ্রেমীদের অপেক্ষা হলো শেষ। প্রকাশ্যে এলো চলতি আইএসএলের প্লে-অফ শিডিউল। চলতি মাসের শেষের দিকে শুরু হবে টুর্নামেন্টের প্লে-অফ পর্ব। ২৯ তারিখ খেলা হবে প্রথম ম্যাচ। সেমিফাইনাল শুরু হবে ২রা এপ্রিল থেকে। ফাইনাল হবে ১২ তারিখে। তবে লিগ শিল্ড জয়ী মোহনবাগান তাদের সেমির প্রথম লেগ খেলবে ৩রা এপ্রিল। দ্বিতীয় স্থানে শেষ করা গোয়া মাঠে নামবে তার আগের দিন, অর্থাৎ ২রা এপ্রিল।

দেখতে দেখতে ১২ই মার্চ শেষ হয় আইএসএলের গ্রুপ পর্বের খেলা। পরপর দুবার লিগ শিল্ড জিতে ইতিহাস গড়তে সফল হয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। ৫৬ পয়েন্ট নিয়ে তারা শেষ করে গ্রুপ পর্ব। দ্বিতীয় স্থানে রয়েছে গোয়া ৪৮ পয়েন্ট নিয়ে। গতবারের জয়ী দল মুম্বাই সিটি এফসি এবার শেষ করেছে পয়েন্ট তালিকার ষষ্ঠ স্থানে। তাদের মোট সংগ্রহ ৩৬। এছাড়া ৩৮ পয়েন্ট নিয়ে তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম স্থানে বেঙ্গালুরু, নর্থইস্ট এবং জামশেদপুর।

যেহেতু প্রথম এবং দ্বিতীয় স্থানে শেষ করেছে মোহনবাগান ও গোয়া, তাই তারা সরাসরি সেমিফাইনাল খেলবে। ২রা এপ্রিল নামবে গোয়া এবং ৩রা এপ্রিল নামবে মোহনবাগান। এবারও দুটি লেগে খেলা হবে সেমিফাইনাল। বলে রাখা ভালো, যদি ফাইনালের টিকিট পাকা করতে সফল হয় সবুজ-মেরুন বাহিনী, তাহলে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে কলকাতার সল্টলেক স্টেডিয়ামে। সবকটি ম্যাচই খেলা হবে সন্ধ্যা ৭:৩০টা নাগাদ।

কার ম্যাচ পড়েছে কোন তারিখে? চলুন তা দেখে নেওয়া যাক।

প্রথম নকআউট – বেঙ্গালুরু বনাম মুম্বই, ২৯ মার্চ, বেঙ্গালুরু

দ্বিতীয় নকআউট – নর্থইস্ট বনাম জামশেদপুর, মার্চ ৩০, শিলং

সেমিফাইনাল পর্ব

২রা এপ্রিল – গোয়া বনাম প্রথম নকআউট জয়ী, প্রথম লেগ

৩রা এপ্রিল – মোহনবাগান বনাম দ্বিতীয় নকআউট জয়ী, প্রথম লেগ

৬ই এপ্রিল – গোয়া বনাম প্রথম নকআউট জয়ী, দ্বিতীয় লেগ, গোয়া

৭ই এপ্রিল – মোহনবাগান বনাম দ্বিতীয় নকআউট জয়ী, দ্বিতীয় লেগ, কলকাতা

ফাইনাল – ১২ই এপ্রিল

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *