দেবজিৎ মুখার্জি, কলকাতা: আর কদিন পরই শুরু হচ্ছে আইপিএল। প্রথম ম্যাচে গতবারের জয়ী দল কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি হবে বিরাট কোহলির রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। তবে এই গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের আগে এক আলাদা চিত্র দেখা গেল নাইট শিবিরে। রঙের উৎসবে আনন্দে মেতে উঠলেন দলের ক্রিকেটাররা। একে অপরকে রং লাগানোর পাশাপাশি চলে নানারকমের তামাশা। এক কথায় বলা যায় দোলযাত্রায় জমিয়ে আনন্দ করেছেন দলের ক্রিকেটাররা।
তবে এই সবকিছুর মাঝে সকল ক্রিকেটপ্রেমীর দৃষ্টি আকর্ষণ করেছেন দলের হেড স্যার চন্দ্রকান্ত পন্ডিত। কি এমন করেছেন তিনি? একটি দৃশ্য ভাইরাল হয়েছে চারিদিকে যেখানে দেখা যাচ্ছে নাইট স্যার দলের হার্ড হিটিং ব্যাটার রিংকু সিংকে। তা দেখেই সকলে নিজেদের বক্তব্য পেশ করেন সমাজ মাধ্যমগুলির কমেন্ট বক্সে। সকলেই দলের ক্রিকেটারদের একসাথে আনন্দ করতে দেখে বেশ খুশি হয়েছেন।
যদিও অন্যান্য ক্রিকেটারদেরও দেখা গিয়েছে হোটেলে এই আনন্দ উৎসবে মেতে থাকতে। দলের অধিনায়ক অজিঙ্কা রাহানাকে দেখা গিয়েছে পিচকারী ব্যবহার করে রংজল ছেটাতে। অজস্র সমর্থকও সেখানে উপস্থিত ছিলেন। সবমিলিয়ে, দলের ঐক্যের এই চিত্র মন ছুঁয়েছে সকলের। এবার দেখার বিষয় যে মাঠে নেমে কি খেল দেখায় তাঁরা। কি হবে শেষ পর্যন্ত? ফের কি তারা জিততে পারবে ট্রফি? তা বলবে সময়।