দেবজিৎ মুখার্জি, কলকাতা: শীঘ্রই শুরু হচ্ছে ভারতীয় ক্রিকেটের জনপ্রিয় ফ্রাঞ্চাইজি লিগ আইপিএল। এই টুর্নামেন্ট ঘিরে ক্রিকেটপ্রেমীদের আগ্রহ চিরকালই আকাশছোঁয়া থাকে। এবারও তার ব্যতিক্রম হয়নি। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলিতে আইপিএল হয়ে উঠেছে এক আলোচনার বিষয়। কেউ দাবি করছে এই দল জিতবে, তো কেউ দাবি করছে ওই দল। বলা যায়, সবমিলিয়ে এক ফিভারে ভুগছেন ‘ক্রিক ম্যানিয়াকরা’।
তবে এবারের আইপিএলে একটি রেকর্ড গড়ার সুযোগ রয়েছে নাইট অধিনায়ক অজিঙ্কা রাহানের। কি সেই রেকর্ড? ২২শে মার্চ টুর্নামেন্টের প্রথম ম্যাচ। হোম গ্রাউন্ড ইডেন গার্ডেনে কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি হবে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। সেই ম্যাচে খেললেই রাহানে ছাপিয়ে যাবেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও প্রাক্তন নাইট অধিনায়ক শ্রেয়াস আইয়ারকে।
কিসের ভিত্তিতে দুই তারকা ক্রিকেটারকে ছাপাবেন রাহানে? এই ম্যাচ খেললে তিনি প্রথম ভারতীয় ক্রিকেটার হবেন যিনি আইপিএলে তিনটি দলকে নেতৃত্ব দেবেন। এর আগে তিনি অধিনায়ক ছিলেন রাজস্থান রয়েলস ও রাইজিং পুনে সুপারজায়ান্টের। ধোনি ও শ্রেয়াস এখনো পর্যন্ত নেতৃত্ব দিয়েছেন দুটি দলকে। মাহি অধিনায়কত্ব করেছেন পুনে ও চেন্নাইয়ের। অন্যদিকে, শ্রেয়াস অধিনায়ক ছিলেন দিল্লি ক্যাপিটালস ও কেকেআরের। যদিও রাহানে একা নন, এর আগে তিনজন ছিলেন যারা তিনটি আলাদা দলকে নেতৃত্ব দিয়েছিলেন। তবে তারা সকলেই বিদেশী – মাহেলা জয়াবর্ধনে, কুমার সাঙ্গাকারা ও স্টিভ স্মিথ। এবার দেখার বিষয় যে এবারও নাইটরা নিজেদের ঝুলিতে ট্রফি তুলতে পারে কিনা।