জীবনের কালো অধ্যায়ের কথা তুলে ধরলেন বরুন

জীবনের কালো অধ্যায়ের কথা তুলে ধরলেন বরুন

দেবজিৎ মুখার্জি: এই মুহূর্তে সকল ভারতীয় ক্রিকেটপ্রেমীর নয়নের মনি দলের তরুণ স্পিনার বরুন চক্রবর্তী। ভারতের, সদ্য শেষ হওয়া, চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ে বড় অবদান রয়েছে নাইট তারকার। প্রতিটি ম্যাচেই তিনি বল হাতে কোমর ভাঙতে সফল হয়েছিলেন প্রতিপক্ষদের ব্যাটিং অর্ডারের। বলা যায়, তাঁর ঘূর্ণির জেরেই বিপক্ষ দলগুলি স্কোরবোর্ডে পাহাড় সমান রান তুলতে সফল হয়নি।

এক সাক্ষাৎকারে বরুণ জানালেন নিজের জীবনের কালো অধ্যায়ের কথা। তরুণ তারকা তুলে ধরলেন কিভাবে হুমকির মুখে পড়তে হয় তাঁকে। এখানেই শেষ নয়, তিনি আরো জানান যে ঠিক কোন পদ্ধতিতে তিনি কামব্যাক করেন। বরুণ বলেন, “২০২১ সালের টি২০ বিশ্বকাপে ভালো পারফর্ম না করতে পারায় বেশ হতাশায় ভুগছিলাম। একটা অন্ধকার ভরা জীবনের মধ্যে দিয়ে যাচ্ছিলাম।”

এরপরই হুমকি প্রসঙ্গে মুখ খোলেন বরুণ। তিনি বলেন, “হুমকি দেওয়া ফোন আসতো। বলতো যে আমাকে দেশে ফিরতে দেবেনা। অনেকে আমার বাড়িতে আমার খুঁজতে আসতো। আমি লুকিয়ে থাকতাম। এমনকি যখন ফিরছিলাম এয়ারপোর্ট থেকে, তখন আমি দেখতাম যে কয়েকজন আমায় ফলো করতো। তারপরে আমি অনেককিছু বদল আনি। নির্বাচকদের থেকে ডাক পাবো কিনা, সেটা নিয়ে বেশি ভাবতাম না। কিন্তু আইপিএল জেতার পর থেকে সবকিছু পাল্টে যায়।”

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *