দেবজিৎ মুখার্জি: ব্যাট হাতে একটা সময়ে বহু জনপ্রিয় বোলারের আতঙ্ক ছিলেন চেতেশ্বর পূজারা। তাঁর ডিফেন্সিভ ক্রিকেটের উপর ভর করে অজস্র টেস্ট ম্যাচ নিজেদের ঝুলিতে তুলতে সফল হয়েছে টিম ইন্ডিয়া। এখানেই শেষ নয়, একেক সময়ে পরাজয়ের মুখ থেকেও ম্যাচ বাঁচিয়েছিলেন তিনি। তাঁর অসীম ধৈর্যের জন্য ভারতীয় ক্রিকেটপ্রেমীরা তাঁকে বলতেন দ্বিতীয় দ্রাবিড়। কিন্তু সকল ক্রিকেটারের মতো তাঁর জীবনেও সেই অধ্যায় আসে যখন তাঁকে রীতিমতো হাবুডুবু খেতে দেখা যায় রান করতে। বর্তমানে তিনি রয়েছেন দলের বাইরে বহুদিন ধরে।
তবে এতকিছুর সত্বেও হাল ছাড়তে নারাজ পূজারা। আসন্ন ইংল্যান্ড সিরিজে দলে ফিরতে মরিয়া তিনি। তাঁর জন্য যাবতীয় চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এক সাক্ষাৎকারে তিনি এই প্রসঙ্গে মুখ খোলেন। পাশাপাশি এটাও স্পষ্ট জানিয়ে দেন যে সুযোগ পেলেই মাঠে নামতে প্রস্তুত। পুজারা বলেন, “সবসময় দেশের হয়ে খেলতে চাই। সেটার জন্য যা করার দরকার, তা আমি করছি। দলের আমাকে প্রয়োজন হলে আমি প্রস্তুত। সুযোগ পেলে আমি লুফে নেব।”
এরপর পূজারা জানান বর্তমান দলের মধ্যে কতটা সম্ভাবনা রয়েছে ইংল্যান্ডের বিরুদ্ধে জেতার। তারকা ক্রিকেটার বলেন, “সম্ভাবনা ভালো রয়েছে জেতার। ইংল্যান্ডের বর্তমান পরিস্থিতির দিকে নজর দিলে আপনি বুঝতে পারবেন যে জেমস অ্যান্ডারসন চলে যাওয়ার পর ওদের বোলিং দুর্বল হয়ে গেছে। তাছাড়া প্লেইং ইলেভেনে স্টুয়ার্ট ব্রডের জায়গা হচ্ছেনা। সেই জন্য ওদের বোলিংয়ের অবস্থা এই মুহূর্তে ভালো নয়।”