ফের কি টি২০তে বিরাট? কি জবাব দিলেন তিনি?

ফের কি টি২০তে বিরাট? কি জবাব দিলেন তিনি?

দেবজিৎ মুখার্জি: ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাট, অর্থাৎ টি-টোয়েন্টি, কি আর খেলবেন বিরাট কোহলি? এই বিষয়ে তিনি খুললেন মুখ। এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এই প্রশ্নের উত্তর দেন। পাশাপাশি, এর সঙ্গে চাপান শর্তও। মজার ছলে কিং কোহলি জানান যে যদি টিম ইন্ডিয়া ২০২৮ সালের অলিম্পিকে ক্রিকেটের ফাইনালে ওঠে, তাহলে তিনি খেলতে পারেন ফাইনাল ম্যাচটি।

২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ অপরাজিত থেকে জেতে টিম ইন্ডিয়া রোহিত শর্মার নেতৃত্বে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফাইনালে একটি রোমাঞ্চকর ম্যাচ হয়। বেশ অল্প ব্যবধানে ম্যাচ নিজেদের পকেটে তোলে মেন ইন ব্লু। সেই জয়ে একটি বড় অবদান রেখেছিলেন বিরাট কোহলি। ব্যাট হাতে তিনি খেলেছিলেন একটি দুর্দান্ত ইনিংস, যার সুবাদে স্কোরবোর্ডে একটি লড়াকু টোটাল তুলতে এবং ম্যাচ জিততে সফল হয় দল। এরপরই তিনি ২০ ওভারের ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেন। যদিও তিনি একা নন, অবসর ঘোষণা করেন রোহিত শর্মা এবং রবীন্দ্র জাদেজাও।

তবে বিরাট কি লস এঞ্জেলেস অলিম্পিকে জাতীয় দলের জার্সিতে খেলবেন টি২০? এমনই একটি প্রশ্ন করা হয়েছিল তাঁকে এক অনুষ্ঠানে। সেই প্রশ্নের উত্তরে মজার ছলে তিনি বলেন, “পুরো অলিম্পিক নয়। তবে যদি সেটা সোনা জেতার ম্যাচ হয়, তাহলে আমি একটি ম্যাচের জন্য অবসর ভেঙে খেলতে পারি এবং মেডেল নিয়ে বাড়ি ফিরে আসবো।” প্রসঙ্গত, ক্রিকেটকে ১২৮ বছর পর অন্তর্ভুক্ত করা হয়েছে অলিম্পিকে। শেষবার করা হয়েছিল ১৯০০ সালে।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *