দেবজিৎ মুখার্জি: ভারতীয় ফুটবলপ্রেমীদের জন্য সুখবর। ফের জাতীয় দলের জার্সিতে দেখা যাবে তারকা স্ট্রাইকার সুনীল ছেত্রীকে। মালদ্বীপের বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচে দলের হয়ে মাঠে নামবেন তিনি। এমনটা জানিয়েছেন হেড কোচ মানোলো মার্কেজ। সাংবাদিক বৈঠকে তিনি স্পষ্ট করে দেন যে সুনীল ছেত্রী দলের হয়ে মাঠে নামবেন ঠিকই, তবে প্লেইং একাদশে থাকবেন নাকি পরিবর্ত হিসেবে নামবেন, তা এই মুহূর্তে বলা সম্ভব নয়। তবে এর সঙ্গে মার্কেজ এটাও জানিয়ে দেন যে অবসর ভেঙে তাঁকে দলে ফেরার প্রস্তাব তিনিই দিয়েছিলেন।
গতবছর জুন মাসে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান ভারতীয় ফুটবল দলের তারকা স্ট্রাইকার সুনীল ছেত্রী। তাঁর এই সিদ্ধান্তে মন ভাঙ্গে তাঁর ভক্ত সহ বহু ফুটবলপ্রেমীর। বহু জনপ্রিয় ব্যক্তি নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে সুনীলকে আগামীদিনের জন্য শুভেচ্ছা জানান। তবে আইএসএল খেলা চালিয়ে যাচ্ছেন তিনি। চলতি মরশুমে তাঁর পারফরম্যান্স নজর কেড়েছে সকলের। এরপর তিনি অবসর ভাঙ্গেন। বুধবার ১৯শে মার্চ মালদ্বীপের বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচ খেলতে নামবেন তারকা স্ট্রাইকার। সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন মার্কেজ।
মার্কেজ বলেন, “সুনীল খেলবে, তবে প্রথম থেকে নাকি পরিবর্ত হিসেবে, সেই ব্যাপারে এই মুহূর্তে বলতে পারবোনা। ৬ জন পরিবর্ত মিলিয়ে মোট ১৭ জন খেলতে পারবে। তাদের মধ্যে থাকবে সুনীল।” এরপরই অবসর ভাঙার প্রস্তাবের কথা বলেন তিনি। হেড কোচের বক্তব্য, “আমি ওকে এই প্রস্তাবটা দিই। আইএসএলে আমি ওর খেলা লক্ষ্য করেছি। যেমন ভাল খেলছে, তেমনি ওর ফিটনেসও দারুন। আমি মনে করি ও এখনো খেলা ক্ষমতা রাখে।”
এই প্রসঙ্গে মার্কেজ আরো বলেন, “চলতি আইএসএলের মরশুমে সুনীল ভারতীয় ফুটবলারদের মধ্যে সবচেয়ে বেশি গোল করেছে। ওর বয়স ২০ না ৪০, সেটা ম্যাটার করেনা। ফিটনেস থাকলেই খেলতে পারবে। এছাড়া জাতীয় দলে সম্ভব নয় ফুটবলার তৈরি করা। যারা তৈরি হয়ে গেছে, তারাই খেলতে পারবে জাতীয় দলে। আমাদের প্রধান লক্ষ্য ম্যাচ জেতা এবং তার জন্য ফর্ম ও ফিটনেস প্রয়োজন। আমরা এই ম্যাচটি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন ম্যাচের প্রস্তুতি হিসেবে দেখছি এবং সেই কারণেই জিততে চাই। বাংলাদেশের বিরুদ্ধে নামার আগে নিজেদের সেরা দলটা তৈরি করতে চাই।” এবার দেখার বিষয় যে আজকের ম্যাচ জিততে পারে কিনা ভারত।