অষ্টমবার বিশ্বকাপ খেলবে জাপান

অষ্টমবার বিশ্বকাপ খেলবে জাপান

নিউজ ডেস্ক: এশিয়ান ফুটবলে বড় সুখবর! ফুটবল বিশ্বের বড় মঞ্চে আবারো খেলতে দেখা যাবে জাপানকে। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের এক গুরুত্বপূর্ণ ম্যাচে তারা পরাজিত করলো বাহারিনকে। নিজেদের ঘরের মাঠ সাইতামা স্টেডিয়ামে এই ম্যাচ জেতে তারা। ফলাফল ২-০। এই জয়ের সুবাদে তারা পাকা করে নিলো ২০২৬ সালের আসন্ন ফিফা বিশ্বকাপের টিকিট। এখানেই শেষ নয়, এই নিয়ে পরপর ৮বার তারা খেলবে বিশ্বকাপ। এই সাফল্যে বেশ খুশি দলের ফুটবলার থেকে কোচ থেকে শুরু করে সেই দেশের সকল মানুষ।

পরের বছর খেলা হবে ফুটবল বিশ্বকাপ। এবারের আয়োজক দেশ কানাডা, মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্র। তবে এই বড় টুর্নামেন্টে অংশগ্রহণ করতে হলে, নিয়ম অনুযায়ী, সকল দলকেই অর্জন করতে হয় যোগ্যতা এবং সেই কারণে যোগ্যতা অর্জন ম্যাচও খেলা হয় দলগুলির মধ্যে এবং সেখান থেকে সেরা দলগুলি এই মহাযুদ্ধে লড়াই করার সুযোগ পায়।

সেই অনুযায়ী যোগ্যতা অর্জনের লড়াইতে নামে জাপান এবং আরো একবার নিজেদের দক্ষতা তুলে ধরে গোটা বিশ্বের কাছে। এই অধ্যায়ের এক ক্রাঞ্চ গেমে তারা ২-০ গোলে ম্যাচ নিজেদের ঝুলিতে তোলে বাহারিনের বিরুদ্ধে। বাঁশি বাজতেই আক্রমণে নামে জাপান। প্রথমার্ধে তারা লাগাতার আক্রমণ করে চাপে রাখে বাহারিনকে। যদিও অতিথিদের রক্ষণভাগ তা রুখে দিতে সফল হয় এবং প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যভাবে। দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁজ আরো বাড়ায় আয়োজকরা। অবশেষে ৬৬ মিনিটের মাথায় তারা পায় তাদের প্রথম গোল কামাডার মাধ্যমে। এরপরও আক্রমণ অব্যাহত রাখে তারা এবং ৮৭ মিনিটের মাথায় তারা পায় তাদের দ্বিতীয় গোল। এবারের গোলদাতা কুবো। ফাইনাল উইসেল বাজতেই আনন্দে মেতে ওঠেন দলের কোচ থেকে শুরু করে ফুটবলার সকলেই। অষ্টমবার বিশ্বকাপ খেলার পাশাপাশি তারা আসন্ন বিশ্বকাপে টিকিট পাকা করা প্রথম এশীয় দল হয়।

এই জয়ে খুশি গোটা জাপান। সেই দেশে সাধারণ নাগরিক থেকে শুরু করে ফুটবলপ্রেমী সকলেই সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলিতে অভিনন্দন জানান দলকে। সাফল্য প্রসঙ্গে দলের কোচ হাজিমে মোরিয়াসু নিজের অবস্থান জানান। তিনি বলেন, “সকলেই নিজের সেরাটা দিয়েছে। দর্শকরাও আমাদের সমর্থন জানিয়েছে। তাই ধন্যবাদ জানাতে চাই সবাইকে। আমি জানতাম যে আমরা যদি লক্ষ্যে স্থির থাকতে পারি, তাহলে গোল আসবেই। বাকি তিনটি ম্যাচে যাতে জিততে পারি, সেই চেষ্টা থাকবে আমাদের।”

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *