নিউজ ডেস্ক: দলে নেই নেইমার। তবুও যা দরকার ছিল, তা করে দেখালেন দলের এক তরুণ ফুটবলার। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে ভিনিসিয়াস জুনিয়ারের শেষ মুহূর্তের গোল পাল্টে দিল গোটা চিত্র। কলম্বিয়ার বিরুদ্ধে ব্রাজিল শেষ করলো ২-১ গোলে। গোল হজম করে তা শোধ করা সত্ত্বেও ম্যাচ বাঁচাতে সফল হয়নি কলম্বিয়া। একেবারে অন্তিম লগ্নে এসে ব্রাজিলের আক্রমণাত্মক ফুটবলের সামনে তাদের মাথানত করতে হয়।
ম্যাচটি ছিল ব্রাজিলের হোম গ্রাউন্ড এরিনা বিআরবি মানে গেরিঞ্চা স্টেডিয়ামে। প্রথম মিনিট থেকেই কলম্বিয়ার রক্ষণভাগের উপর চাপ সৃষ্টি করতে শুরু করে তারা। পাসিং ফুটবলের মাধ্যমে তারা একাধিকবার পৌঁছায় অতিথিদের গোলপোস্ট পর্যন্ত। তবে ষষ্ঠ মিনিটে ভিনিশিয়াসকে ফাউল করেন দানিয়েল মুনোজ এবং পেনাল্টি পায় ব্রাজিল। গোল করে দলকে এগিয়ে দেন রাফিনহো। এরপরও আক্রমণ অব্যাহত রাখে তারা। তবে ৪১ মিনিটে সুযোগ কাজে লাগায় কলম্বিয়া। ম্যাচে সমতা ফেরান লুইস ডিয়াজ। প্রথমার্ধ শেষ হয় ১-১ গোলে।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেও দেখা যায় একই চিত্র। ব্যবধান বাড়ানোর লক্ষ্যে আক্রমণের ঝাঁজ বাড়ায় ব্রাজিল। আরো চাপ সৃষ্টি করতে থাকে কলম্বিয়ার রক্ষণভাগের উপর। একটা সময়ে এসে রীতিমতো তাদের চোখে-মুখে চাপে থাকার ব্যাপারটা স্পষ্ট বোঝা যাচ্ছিল। তবুও কোনরকমে তারা রুখে যাচ্ছিল সাম্বা বাহিনীর অ্যাটাক। কিন্তু একেবারে অন্তিম লগ্নে এসে তাদের খাটুনিতে জল ঢেলে দেন ব্রাজিলের তারকা স্ট্রাইকার ভিনিসিয়াস জুনিয়ার। ৯০ মিনিট শেষ হয়ে যাওয়ার পর অতিরিক্ত সময়ে তিনি গোল করে এগিয়ে দেন ব্রাজিলকে। এরপর আপ্রাণ চেষ্টা করেও ঘুরে দাঁড়াতে সফল হয়নি কলম্বিয়া এবং ২-১ ফলাফলে ম্যাচ নিজেদের পকেটে পড়ে আয়োজকরা। আনন্দে মেতে ওঠেন মাঠে উপস্থিত দর্শকরা।
উল্লেখ্য, ২০২৬ সালের জুন মাসের ১১ তারিখ থেকে শুরু হবে ফিফা বিশ্বকাপ। এবারের আয়োজক দেশ মেক্সিকো, কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্র। মোট ৪৮টি দল অংশগ্রহণ করবে টুর্নামেন্টে। ইতিমধ্যেই বাহারিনকে পরাজিত করে নিজেদের জায়গা নিশ্চিত করে ফেলেছে জাপান। এবার দেখার বিষয় যে আর কোন দল নিজেদের যোগ্য প্রমাণ করে বিশ্বকাপ খেলার টিকিট পাকা করতে পারে। কাদের কপালে শেষ পর্যন্ত লেখা আছে বিশ্বকাপ খেলা? আরো বড় দেখার বিষয় যে কোন তারকাদের দেখা যাবে খেলতে। কি হবে অবশেষে? তা বলবে সময়।