দেবজিৎ মুখার্জি: টিম ইন্ডিয়ার একদিনের ক্রিকেটের অধিনায়ক রোহিত শর্মাকে নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করে বসলেন দলের প্রাক্তন তারকা ক্রিকেটার বীরু, ওরফে বীরেন্দ্র সহবাগ। রোহিতের ব্যর্থতা প্রসঙ্গে তিনি করে বসেন এক বড় মন্তব্য। কি বলেন তিনি? বীরুর বক্তব্য এবার ক্রিকেটকে চিরবিদায় জানানোর সময় এসে গেছে রোহিতের। এখানেই শেষ নয়, হিটম্যানকে তিনি দেন এক বড় পরামর্শ। সহবাগের মতে রোহিতের এমনকিছু করা উচিত নয় যা তাঁর ভক্তদের মনে ব্যথা দেয়।
চলতি আইপিএল একেবারেই ভালো যাচ্ছেনা মুম্বাই ইন্ডিয়ান্সের। এই টুর্নামেন্টের একসময়ের সেরা দল এখন জিততে রীতিমতো হিমশিম খাচ্ছে। শুধু হিমশিম খাচ্ছেনা, এমনকি জয়ের দোরগোড়ায় এসে ম্যাচ হাতছাড়া হয়েছে তাদের। বলা যায়, সময়টা একেবারেই ভাল যাচ্ছেনা সূর্য-হার্দিকদের। গতকাল তারা সানরাইজার্স হায়দ্রাবাদকে পরাজিত করলেও এখনো সুরক্ষিত নয় টুর্নামেন্টে। শীর্ষে পৌঁছানোর পাশাপাশি পরবর্তী রাউন্ডে যেতে হলে এখন প্রতিটি ম্যাচই তাদের কাছে বেশ গুরুত্বপূর্ণ। বলা যায়, বেশ ভেবেচিন্তেই এখন তাদের খেলতে হবে বাকি ম্যাচগুলি।
তবে এর চেয়েও বড় চিন্তার কারণ হয়ে উঠছে দলের কাছে প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মার ফর্ম। ব্যাট হাতে তিনি এখনো পর্যন্ত দাগ কাটতে পারেননি চলতি আইপিএলে। লাগাতার ব্যর্থতার মুখোমুখি হতে হচ্ছে তাঁকে। একসময়ে তিনি যেই বলগুলিতে বাউন্ডারি বা ছক্কা হাকাতেন, এখন সেই বলগুলিই তিনি কাজে লাগাতে ব্যর্থ হচ্ছেন। এখানেই শেষ নয়, স্টার্ট পেয়েও সেগুলিকে বড় ইনিংসে পরিবর্তন করতে সফল হচ্ছেন না। এই পর্যন্ত তাঁর মোট সংগ্রহ ৮২। বলা যায়, আগামী ম্যাচগুলিতে তাঁকে খেলানো হবে কিনা, সেটা নিয়ে একটা সন্দেহ তৈরি হয়েছে।
এবার এই প্রসঙ্গে মুখ খুললেন টিম ইন্ডিয়া প্রাক্তন তারকা ক্রিকেটার বীরেন্দ্র সহবাগ। শুধু মুখ খুললেন না, একেবারে বড় মন্তব্য করে বসলেন তিনি। বীরু বলেন, “আপনি যদি রোহিতের আইপিএল ব্যাটিংয়ের উপর নজর দেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে গত ১০ বছরে ও মাত্র একবার ৪০০ রান করেছে। ও চাইলেই ৫০০-৭০০ রান করতেই পারতো। কিন্তু সেটা ওর মনে কোনদিনই ছিলোনা। যখন ও দেশের হয়ে অধিনায়কত্ব করতো, তখন ও বলেছিল যে পাওয়ারপ্লের মধ্যে সুযোগ কাজে লাগাতে চায়। কিন্তু এখন যখন তা হচ্ছেনা, তখন ওকে বুঝতে হবে যে এতে ওরই নাম খারাপ হচ্ছে। ওর ক্রিকেটকে বিদায় জানানোর সময় এসে গেছে। সেই কারণে ওর উচিত ভক্তদের কিছু মনে রাখার মতো মুহূর্ত উপহার দেওয়া। এমনকিছু করা উচিত নয় যাতে আগামীদিনে ওর ভক্তরাই বলুক যে ওকে বসিয়ে দেওয়া হোক।”
বীরু আরো বলেন, “এই মুহূর্তে রোহিতের উচিত ১০টা বল বেশি খেলে সেট হওয়া। যদি আপনারা লক্ষ্য করে থাকেন, তাহলে দেখবেন যে বারবার ও আউট হচ্ছে ব্যাক লেন্থ বল পুল করতে গিয়ে। আমি মনে করি ওর একটা ইংলিশ সিদ্ধান্ত নেওয়া উচিত যে কোনভাবেই ও পুল শট খেলবেনা। ম্যানেজমেন্টের তরফ থেকেও একবার ওর সঙ্গে এই বিষয়ে কথা বলা উচিত এবং বোঝানো উচিত সাধারণ ক্রিকেট খেলতে। আমার বেলায় শচীন, সৌরভ বা দ্রাবিড় এসে উপদেশ দিতো সাধারণ ক্রিকেট খেলার।”