দেবজিৎ মুখার্জি: আইপিএল চলাকালীন এলো ভারতীয় ক্রিকেট দলের জন্য এক দুঃসংবাদ। কি সেটা? চলতি বছরে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো এক গুরুত্বপূর্ণ আইসিসি টুর্নামেন্ট জেতা সত্ত্বেও র্যাংকিংয়ে ঘটল পতন। তবে এটি একদিনের বা টি-টোয়েন্টি ক্রিকেটে নয়, এই দুরবস্থা হয়েছে ক্রিকেটের সবচেয়ে লম্বা ফরম্যাট, ওরফে টেস্ট ক্রিকেটে। এই বিষয়টি প্রকাশ্যে আসতেই শোকের ছায়া নেমেছে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের উপর। অনেকেই অনেকরকম মতামত পেশ করেছেন এই পরিস্থিতি প্রসঙ্গে।
চলতি বছরে ভারতীয় ক্রিকেট দল একদিনের ও টি-টোয়েন্টি ক্রিকেটে লাগাতার ভালো পারফর্ম করে চলেছে। আইসিসির এক গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত জিতেছে তারা। তবে টেস্ট ক্রিকেটে তাদের অবস্থা বেশ শোচনীয়। বিশ্রীভাবে তারা পরাজিত হয়েছে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার কাছে। ভারতীয় ক্রিকেটপ্রেমীরা সবচেয়ে বেশি হতাশ হয়েছিলেন যখন দল নিউজিল্যান্ডের বিরুদ্ধে হেরেছিল। এর কারণ সিরিজটি খেলা হয়েছিল দেশের মাটিতে। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জেতা সত্ত্বেও সেই মোমেন্টাম কাজে লাগাতে সফল হননি গৌতম গম্ভীরের ছেলেরা এবং এর ফলে লজ্জাজনক অবস্থায় অস্ট্রেলিয়া থেকে ফিরতে হয় তাদের।
এবার এই পরাজয়ের সরাসরি প্রভাব পড়েছে টেস্ট র্যাংকিংয়ে। চতুর্থ স্থানে নেমে এসেছে টিম ইন্ডিয়া। প্রথমে রয়েছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় এবং তৃতীয় স্থানে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে, ভারতের বর্তমানে দুই প্রধান শত্রুদেশ পাকিস্তান ও বাংলাদেশ সপ্তম এবং দশম স্থানে। এই খবর চারিদিকে ছড়িয়ে পড়তেই হতাশ হয়ে পড়েছেন ভারতীয় ক্রিকেট দলের সমর্থকেরা। অনেকে এই সংক্রান্ত পোস্ট পর্যন্ত করেছেন সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলিতে এবং এরপরই শুরু হয় কমেন্টের বন্যা।
একাংশের মতে শীঘ্রই ভারতীয় ক্রিকেট দল টেস্ট ক্রিকেটে ঘুরে দাঁড়াবে। আবার অনেকে এটাও দাবি করেছেন যে দলে পরিবর্তন না আনা হলে পরিস্থিতি পাল্টানো সম্ভব হবেনা। এছাড়া অনেকে এটাও মনে করছেন যে এখনো অনেককিছু শেখা বাকি আছে দলের তরুণ ক্রিকেটারদের। প্রসঙ্গত, আইপিএল শেষ হলেই ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট খেলতে নামবে টিম ইন্ডিয়া। এবার দেখার বিষয় যে সেখানে কেমন পারফর্ম করেন দলের ক্রিকেটাররা। রোহিত শর্মা ও তাঁর বাহিনী কি পারবে সমস্ত ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়াতে? তা জানা যাবে আর কিছুদিনের মধ্যে। তবে ক্রিকেটমহল মনে করছে যে গত দুই টেস্ট সিরিজের যাবতীয় সব ভুল থেকে শিক্ষা নিয়ে কামব্যাক করতে সফল হবে দল।