দেবজিৎ মুখার্জি: রাখা হলোনা বোর্ডের অনুরোধ। ক্রিকেটের সবচেয়ে বড় ফরম্যাট টেস্টকে বিদায় জানালেন টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটার বিরাট কোহলি। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে তিনি সরকারিভাবে অবসরের কথা ঘোষণা করেন কিং কোহলি। চেজ মাস্টারের মতে টেস্ট ক্রিকেট তাঁর বহু পরীক্ষা নিয়েছে এবং তাঁকে গড়তে সাহায্য করেছে। এখানেই শেষ নয়, তিনি আরো জানান যে এই ফরম্যাট থেকে তিনি অনেককিছু শিখেছেন এবং সেগুলিকে জীবনে কাজে লাগাবেন।
বিগত কয়েকটি টেস্ট সিরিজে ব্যাট হাতে একেবারেই দাগ কাটতে সফল হননি টিম ইন্ডিয়ার দুই তারকা ক্রিকেটার রোহিত শর্মা ও বিরাট কোহলি। এরপরই চারিদিক থেকে আসে সমালোচনা। অনেকে এটাও দাবি করেন যে এবার সময় এসে গেছে দুজনের অবসর নেওয়ার। যদিও অনেকে এটাও দাবি করেছিলেন যে দ্রুতই দুজনে ফর্মে ফিরবেন। অবশেষে কিছুদিন আগে টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়ান রোহিত। এরপরই অনেকে আশঙ্কা করছিলেন যে বিরাটও হয়তো সেই পথে হাঁটতে পারেন।
ঠিক যেটার আশঙ্কা করা হয়েছিল সেটাই হয়। টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন বিরাট। যদি এক সর্বভারতীয় সংবাদমাধ্যম অনুযায়ী কিং কোহলি এই সিদ্ধান্তের কথা বোর্ডকে জানানোর পর বোর্ড তাঁকে বিবেচনা করতে বলে, কিন্তু বিরাট সেগুলিকে গুরুত্ব দেননি। অবশেষে তিনি সরকারিভাবে এই ঘোষণা করেন। নিজের ইনস্টাগ্রাম থেকে এই সংক্রান্ত একটি পোস্ট করেন। এরপরই আগামীদিনের শুভেচ্ছার কথা জানান অনেকেই কমেন্টের মাধ্যমে। অনেকে এটাও দাবি করেন যে দল তাঁকে মিস করবে পাঁচদিনের খেলায়। বলতে গেলে, বিরাটের এই সিদ্ধান্তে হতাশ হয়েছেন অনেকে।
বিরাট লেখেন, “১৪ বছর আগে টেস্ট ক্রিকেটের জার্সি পড়েছিলাম। কিন্তু সত্যি বলতে আমি কখনো ভাবিনি যে এটা আমায় এমন এক পর্যায়ে নিয়ে যাবে। কিছু ব্যক্তিগত ব্যাপারও জড়িয়ে আছে সাদা জার্সিতে। কিছু মুহূর্ত যেগুলি কেউ দেখতে পায়না, কিন্তু তোমার সাথে চিরকাল থেকে যায়। এই ফরমেট থেকে আমি সরে দাঁড়াচ্ছি। এটা সহজ নয়, কিন্তু ঠিক আছে। আমার মধ্যে যা ছিল, আমি সবটা দিয়েছি এবং প্রত্যাশার চেয়ে অনেক বেশি পেয়েছি। হৃদয় ভর্তি গ্র্যাটিটিউড নিয়ে আমি সরে দাঁড়াচ্ছি। খেলার জন্য, আমার সতীর্থদের জন্য এবং সকল মানুষের জন্য যারা আমাকে এই অনুভূতি দিয়েছে।” এরপরই বিরাট ভক্ত থেকে শুরু করে দেশের অন্যান্য ক্রিকেটপ্রেমী, সকলেই কমেন্ট করতে শুরু করেন। অনেকে মনে করছেন যে সময়টি সঠিক ছিলোনা বিরাটের অবসরের জন্য। আবার অনেকে এটাও দাবি করেছেন যে ঠিক সময়তেই তিনি সরে দাঁড়িয়েছেন। সবমিলিয়ে, বিরাট কোহলির অবসর নেওয়া মন ভেঙেছে অনেকের।