দেবজিৎ মুখার্জি: “এর চেয়ে বেশি ভালো কিছু হতে পারেনা” নিজের ইনস্টাগ্রাম থেকে লাইভ করে একটি বিশেষ বিষয়ে বক্তব্য রাখলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন তারকা ক্রিকেটার, তথা প্রাক্তন আরসিবি ব্যাটার, এবি ডিভিলিয়ার্স। কি বললেন তিনি? প্রাক্তন প্রোটিয়া তারকার বক্তব্য, বিরাট কোহলির সঙ্গে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আইপিএল খেতাব তোলার চেয়ে ভালো আর কিছু হতে পারেনা। এখানেই শেষ নয়, এবিডি দিলেন একটি বড় প্রতিশ্রুতি। কি বললেন তিনি? বিরাট কোহলির সতীর্থ জানান যে যদি এই বছর ফাইনালে আরসিবি ওঠে, তাহলে তিনি মাঠে থাকবেন।
চলতি আইপিএলে প্রথম ম্যাচ থেকে শুরু করে এই পর্যন্ত বেশ ভালো পারফর্ম করে চলেছে রজত পতিদার নেতৃত্বাধীন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। একের পর এক ম্যাচ জিতে চলেছে তারা এবং প্লে-অফে কার্যত পৌঁছে গেছে। অনেকে মনে করছেন যে এই বছর একটা ভালো সুযোগ আছে দলের কাছে প্রথমবার ট্রফি তোলার। আমার একাংশ এটাও মনে করছেন যে শেষ পর্যন্ত তীরে এসে তরী ডুবতে পারে তাদের। সবমিলিয়ে, আইপিএল ফিভারে ভোগার পাশাপাশি আরসিবি এখন হয়ে উঠেছে ক্রিকেটপ্রেমীদের এক আলোচনার বিষয়। বিস্তারিতভাবে বলতে গেলে, অনেকেই মন থেকে চান এবার যেনো বিরাট কোহলি নিজের হাতে ট্রফিটা তুলতে পারেন।
এবার এই প্রসঙ্গে নিজের বক্তব্য রাখলেন দলের প্রাক্তন তারকা ক্রিকেটার এবি ডিভিলিয়ার্স। নিজের ইনস্টাগ্রাম থেকে লাইভ করে বড় মন্তব্য করলেন তিনি। প্রাক্তন প্রোটিয়া তারকা বলেন, “বিরাট কোহলির সঙ্গে আরসিবির আইপিএল ট্রফি তোলার চেয়ে বেশি ভালো কিছু হতে পারেনা। আমি বহু বছর ধরে চেষ্টা করেছি।” এরপর প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, “মিলিয়ে রাখুন আমার কথা। এই বছর যদি আরসিবি ফাইনালে ওঠে, তাহলে আমি মাঠে উপস্থিত থাকবো ছেলেদের সঙ্গে।”
এমন ভিডিও চারিদিকে ছড়িয়ে পড়তে বেশি সময় নেয়নি। অনেকেই এবিডির সেই ভিডিওতে কমেন্ট করেন এবং দাবি করেন যে এবারের খেতাব আরসিবি নিজেদের ঝুলিতে তুলবে। আবার বহু ব্যবহারকারী এটাও লেখেন যে দলের সমর্থকরা অপেক্ষায় থাকবে তাঁর এবং সেই মুহূর্তের। সবমিলিয়ে, এই ভিডিও এখন বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে ঘোরাঘুরি করছে এবং অব্যাহত রয়েছে ক্রিকেটপ্রেমীদের কমেন্ট। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত আরসিবির স্বপ্নপূরণ হয় কিনা। তারা কি পারবে এই বছর তাদের প্রথম ট্রফি তুলতে? কি হবে শেষমেষ? তা বলবে সময়।