দেবজিৎ মুখার্জি: “তুমি না থাকলে টেস্ট ক্রিকেটার আগের মতো থাকবেনা” বিরাট কোহলিকে নিয়ে এবার এক ইমোশনাল পোস্ট করলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা ক্রিকেটার আম্বাতি রাইডু। নিজের এক্স হ্যান্ডেল থেকে তিনি কিং কোহলিকে অবসর না নেওয়ার অনুরোধ করেন। এখানেই শেষ নয়, তিনি এটাও স্পষ্টভাবে বুঝিয়ে দেন যে ভারতীয় ক্রিকেট দলে এখনো বিরাটের থাকা দরকার আছে। রাইডুর এই পোস্ট দ্রুত ছড়িয়ে পড়ে চারিদিকে এবং এরপর শুরু হয় কমেন্টের বন্যা। সবমিলিয়ে, এই পোস্ট দৃষ্টি আকর্ষণ করেছে ক্রিকেটপ্রেমীদের।
আইপিএল শেষ হলেই ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নামবে টিম ইন্ডিয়া। ইতিমধ্যেই দল কেমন হবে, তা নিয়ে মাথা লাগাতে শুরু করে দিয়েছেন নির্বাচকরা। কিন্তু এরই মাঝে আসে বড় ঝাটকা। হঠাৎ অবসরের সিদ্ধান্ত নেন হিটম্যান, ওরফে রোহিত শর্মা। নিজের ইনস্টাগ্রাম স্টোরি থেকে টেস্ট ক্রিকেটের টুপির ছবি দিয়ে নিজের অবসরের সিদ্ধান্তের কথা জানান। এরপর অনেকেই তাঁকে রিপ্লাই দেন এই প্রসঙ্গে। বলতে গেলে, দেশের ক্রিকেটপ্রেমীরা বেশ কষ্ট পেয়েছেন রোহিতের এই সিদ্ধান্তে। অনেকে এটাও দাবি করেছেন যে হঠকারিতায় এমন সিদ্ধান্ত নেওয়া উচিত হয়নি রোহিতের।
কিন্তু এবার এলো আরো বড় ঝটকা। কি সেটা? রোহিতের অবসরের সিদ্ধান্ত নেওয়ার রেশ কাটতে না কাটতেই এবার টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন বিরাট কোহলিও। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম অনুযায়ী কিং কোহলি নাকি বোর্ডকে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন এবং বোর্ড তাঁকে পাল্টা বিবেচনের কথা বলে। কিন্তু বিরাট তাতে পাত্তাই দেননি। এই খবর জানাজানি হতেই একেবারে হইচই পড়ে যায় ক্রিকেটমহলে। দেশের ক্রিকেটপ্রেমীরা আরো হতাশ হয়ে পড়েন। অনেকে মনে করছেন বিরাটের যা ফিটনেস ও ফর্ম রয়েছে, তাতে তিনি আরো কিছুদিন খেলা চালিয়ে যেতে পারতেন। এখানেই শেষ নয়, অনেকে এটাও দাবি করেছেন যে এখনো অনেক ক্রিকেট বাকি রয়েছে বিরাটের মধ্যে। সবমিলিয়ে, এই মুহূর্তে বিরাট ভক্ত থেকে শুরু করে দেশের সমস্ত ক্রিকেটপ্রেমী, সকলেই প্রার্থনা করছেন যেনো কোহলি নিজের সিদ্ধান্ত পাল্টান।
এবার এই প্রসঙ্গে নিজের এক্স হ্যান্ডেল থেকে একটি পোস্ট করলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন তারকা আম্বাতি রাইডু। তিনি লেখেন, “তুমি অবসর নিওনা বিরাট। এটা আমার অনুরোধ। আগের চেয়েও এখন আরো বেশি তোমায় প্রয়োজন দলে। অনেক ক্রিকেট পড়ে রয়েছে তোমার মধ্যে। টেস্ট ক্রিকেটে তুমি যদি ভারতের হয়ে খেলতে না নামো, তাহলে টেস্ট ক্রিকেটার আগের মতো থাকবেনা। দয়া করে পুনর্বিবেচনা করো নিজের সিদ্ধান্তটি।” এরপর শুরু হয় কমেন্টের বন্যা। অধিকাংশই রাইডুর পোস্টে সহমত জানান এবং দাবি করেন যে বিরাটের এখনো খেলা উচিত। আমার অনেকে এটাও মনে করছেন যে এটাই সঠিক সময় কিং কোহলির টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর। সবমিলিয়ে, এই পোস্ট একেবারে সঠিক বলে মনে করছেন ক্রিকেটপ্রেমীরা। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত বিরাট নিজের সিদ্ধান্ত থেকে সরে আসেন কিনা।