দেবজিৎ মুখার্জি: এই মুহূর্তে চারিদিকে চলছে শুধু একজন ক্রিকেটারের নাম। তিনি টিম ইন্ডিয়ার তারকা কেএল রাহুল। চলতি আইপিএলে ব্যাট হাতে তিনি মোটামুটি ভালই পারফর্ম করে চলেছেন। রানও যেমন পাচ্ছেন, তেমনি তাঁর দল দিল্লি ক্যাপিটালসও বেশ ভালোই খেলছে। এই মুহূর্তে তারা রয়েছে পয়েন্ট তালিকায় দুই নম্বরে। বিশেষ করে গতকাল রাহুল যেভাবে নিজের পুরনো দল লখনৌ সুপার জায়েন্টসের বিরুদ্ধে ম্যাচ উইনিং অর্ধশতরান হাকিয়েছেন, তার দৃষ্টি আকর্ষণ করেছে সকল ক্রিকেটপ্রেমীর। অনেকে বলছেন তিনি সমস্ত অপমানের বদলা নিয়েছেন। এমনকি ম্যাচ শেষে যখন এলএসজি মালিক সঞ্জীব গোয়েঙ্কা তাঁর সঙ্গে হাত মেলাতে যান, তখন রাহুল পাত্তাও দেন না। এই ভিডিওটি ছড়িয়ে পড়েছে সমস্ত সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে এবং হয়ে উঠেছে আলোচনার বিষয়।
ঘটনার সূত্রপাত গত আইপিএলে। লখনৌ সুপার জায়েন্টসের পারফরম্যান্স খুব একটা ভালো না থাকায় ক্ষুব্ধ ছিলেন ফ্রাঞ্চাইজির মালিক সঞ্জীব গোয়েঙ্কা। এখানেই শেষ নয়, ম্যাচ শেষে তাঁকে দেখা যায় দলের তৎকালীন অধিনায়ক কেএল রাহুলকে বকাবকি করতে। এই দৃশ্যটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় বিভিন্ন সমাজমাধ্যমে এবং এরপরই শুরু হয় নিন্দার বন্যা। ক্রিকেটপ্রেম থেকে শুরু করে প্রাক্তন ক্রিকেট তারকা সকলেই সঞ্জীব গোয়েঙ্কার এমন আচরণের নিন্দা করেন। যদিও রাহুল এই ব্যাপারে জানিয়েছিলেন যে এমনটা হয়নি। কিন্তু তা সত্ত্বেও ক্রিকেটপ্রেমীরা মানতে নারাজ। তাঁদের মতে সঞ্জীব গোয়েঙ্কা বকাবকিই করছিলেন রাহুলকে।
চলতি আইপিএলে রাহুল দিল্লির হয়ে। লখনৌর বিরুদ্ধে প্রথম ম্যাচে তিনি খেলতে পারেননি। তবে দ্বিতীয় ম্যাচে যেমনটা আশা করা হয়েছিল, তিনি তেমনটাই করে দেখিয়েছেন। দুর্দান্ত ব্যাটিংয়ের সাহায্যে তিনি দলকে জেতান ম্যাচ। এখানেই শেষ নয়, তিনি অর্ধশতরানও করেন, আইপিএলে ৫০০০ রানও পূর্ণ করেন এবং ম্যাচ জেতান ছয় মেরে। এরপরই সমাজমাধ্যমগুলিতে ক্রিকেটপ্রেমীরা দাবি করতে থাকেন যে অপমানের বদলা নিয়েছেন রাহুল। তবে এখানে ব্যাপারটা থেমে যায়নি। ম্যাচ শেষে যখন তাঁর প্রাক্তন দলের মালিক হাত মেলাতে আসেন, তখন তিনি পাত্তাও দেন না। এই দৃশ্যটি দেখার পর অনেকেই বলছেন যে রাহুল যা করেছেন একেবারে ঠিক করেছেন। অনেকে আবার এটাও দাবি করেছেন যে এমন আচরণেরই যোগ্য সঞ্জীব গোয়েঙ্কা। এক কথায় বলতে গেলে এলএসজি মালিকের আচরণ একেবারেই ভালো চোখে নেননি বহু ক্রিকেটপ্রেমী এবং রাহুল যা করে দেখিয়েছেন, তাতে শুধু দিল্লি সমর্থকরা নয়, সকল ভারতীয় ক্রিকেটপ্রেমীই খুশি হয়েছেন।
যদিও ম্যাচ শেষে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে রাহুল একটি ক্রিপটিক পোস্ট করেন, যা জন্ম দিয়েছে একাধিক প্রশ্নের। তারকা ক্রিকেটার লেখেন, “লখনৌতে সবসময় ফিরে আসতে ভালো লাগে।” এই পোষ্টের পর অনেকেই অনেকরকম কমেন্ট করতে শুরু করেন। সকলের মনে একটাই প্রশ্ন চলছে যে এই পোষ্টের মাধ্যমে ঠিক কিসের ইঙ্গিত দিলেন রাহুল। তবে অনেকে আবার বিষয়টি খুব একটা ভালোভাবেও নেননি। এবার দেখার বিষয় রাহুল এই প্রসঙ্গে কি জানান।