দেবজিৎ মুখার্জি: “ও নিজের প্রাপ্য কৃতিত্ব পাচ্ছে” সদ্য আইপিএল থেকে ছিটকে যাওয়া কলকাতা নাইট রাইডার্সকে খোঁচা দিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন তারকা, তথা কিংবদন্তি ক্রিকেটার, সুনীল গাভাস্কর। সানির মতে গতবছর কেকেআরের আইপিএল জয়ের আসল নায়ক দলের প্রাক্তন অধিনায়ক শ্রেয়াস আইয়ার, কিন্তু তার পরিবর্তে হাততালি পেয়েছে অন্য ক্রিকেটার। এখানেই শেষ নয়, সানি এটাও স্পষ্ট জানিয়ে দেন যে এই বছর শ্রেয়াসকে তাঁর প্রাপ্য কৃতিত্ব দেওয়া হচ্ছে, পাঞ্জাবের হেড কোচ রিকি পন্টিংকে নয়। অর্থাৎ প্রাক্তন তারকা নিজের বক্তব্য থেকে বুঝিয়ে দিলেন যে গতবারের আসল নায়ক আইয়ারই।
চলতি আইপিএলে প্লে-অফ খেলার সমস্ত রাস্তা বন্ধ হয়ে গিয়েছে গতবারের জয়ী দল কলকাতা নাইট রাইডার্সের। গতকাল আরসিবির বিরুদ্ধে এক মাস্ট উইন গেম বৃষ্টির কারণে ভেস্তে যাওয়ায় তারা ছিটকে গিয়েছে টুর্নামেন্ট থেকে। যদিও চলতি মরশুমে দলের কোন ক্রিকেটারেরই পারফরমেন্স তেমন দৃষ্টি আকর্ষণ করার মতো ছিলোনা। ধারাবাহিকতার অভাব দেখা গিয়েছে দলের সমস্ত বিভাগের মধ্যে। ব্যাটিং হোক কি বোলিং, কোনোটাতেই দাগ কাটতে সফল হয়নি কেউই। এখানেই শেষ নয়, অনেক জেতা ম্যাচ পর্যন্ত হেরেছে তারা। জয়ের দোরগোড়া থেকে পরাজয়ের মুখ দেখতে হয়েছে তাদের। সবমিলিয়ে, এই বছর একেবারে এক বিশ্রী পারফরমেন্স উঠে এসেছে দলের ক্রিকেটারদের থেকে।
এবার এই প্রসঙ্গে ময়দানে নামলেন সানি, ওরফে সুনীল গাভাস্কর। প্রাক্তন ভারতীয় তারকা মনে করেন যে গতবার দল ট্রফি তুলেছিল তাদের অধিনায়ক শ্রেয়াস আইয়ারের জন্য। কিন্তু এর সঙ্গে তিনি করেন বড় নালিশ। সানির বক্তব্য, গতবার যে কৃতিত্ব আইয়েরের পাওয়ার দরকার ছিল, তার পরিবর্তে তা দেওয়া হয়েছে অন্যদের। এখানেই শেষ নয়, তিনি এটাও জানান যে এই বছর শ্রেয়াস নিজের প্রাপ্য সম্মান পাচ্ছে। অর্থাৎ তিনি বোঝাতে চাইলেন যে পাঞ্জাব কিংস একেবারে সঠিকভাবে ট্রিট করছে তাঁকে।
গাভাস্কর বলেন, “গতবার কেকেআর আইপিএল জিতেছিল, তার জন্য প্রাপ্য সম্মান কিন্তু পায়নি শ্রেয়াস আইয়ার। হাততালি পেয়েছে অন্য একজন। কিন্তু আসল কৃতিত্ব দলের অধিনায়কের। ও মিডিল ওর্ডারে নিজের ভূমিকা দায়িত্বের সঙ্গে পালন করেছে। এই সাফল্য ডাগাআউটে বসে থাকা কারোর নয়। ওর যে কৃতিত্ব বা সম্মান প্রাপ্য সেটা কিন্তু ও এই বছর পাচ্ছে। কেউ কিন্তু ক্রেডিট ভিকি পন্টিংকে দিচ্ছেন না।” সানির এমন বক্তব্যে ক্রিকেটমহলের একাংশ মনে করছে যে তিনি খোঁচা ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন হেড কোচ, তথা গতবারে নাইট মেন্টর, গৌতম গম্ভীরকে দিয়েছেন। যদিও কার উদ্দেশ্যে প্রাক্তন তারকা এই বক্তব্য রেখেছেন, তা এখনো স্পষ্ট নয়।