দেবজিৎ মুখার্জি: “আর কেউ দলে রইলোনা” বিরাট কোহলি ও রোহিত শর্মার টেস্ট ক্রিকেট থেকে অবসর প্রসঙ্গে এবার নিজের মতামত জানালেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন তারকা ক্রিকেটার যুবরাজ সিংয়ের পিতা যোগরাজ সিং। এক সাক্ষাৎকারে এমনটাই দাবি করলেন তিনি। যোগরাজের মতে তারকা ক্রিকেটারদের অন্তত ৫০ বছর বয়স পর্যন্ত খেলা উচিত। এখানেই শেষ নয়, তিনি এটাও জানান যে দুই তারকার অবসরে তিনি বেশ দুঃখ পেয়েছেন।
আইপিএল শেষ হলেই ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে লাগবে ভারতীয় ক্রিকেট দল। নির্বাচকদের তরফ থেকে মাথা লাগানো শুরু হয়েছিল দলগঠন নিয়ে। তবে শেষ মুহূর্তে লাগে বড় ঝটকা। অবসরের সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। ঠিক তার পাঁচদিন পর লাল-বল ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেন বিরাট কোহলি। স্বাভাবিকভাবেই দুই তারকা ক্রিকেটারের এমন হঠাৎ অবসরের সিদ্ধান্তে মাথায় বাজ পড়েছে ক্রিকেটপ্রেমীদের। অনেকেই এটাকে অশনি সংকেত বলে মনে করছেন। বহু ক্রিকেটপ্রেমীর বক্তব্য, দুজনেরই টেস্ট ক্রিকেটকে দেওয়ার মতো এখনো অনেককিছু ছিল এবং হঠকারিতায় এমন সিদ্ধান্ত নেওয়া উচিত হয়নি। আবার অনেকে এটাও দাবি করেন যে বোর্ডের তরফ থেকে তাঁদের চাপ দেওয়া হয়েছে বলেই তাঁরা এমন সিদ্ধান্ত নিয়েছেন।
এবার এই প্রসঙ্গে ময়দানে নামলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন তারকা অলরাউন্ডার যুবরাজ সিংয়ের পিতা যোগরাজ সিং। সংবাদমাধ্যম এএনআই-এর সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি নিজের অবস্থান প্রকাশে আনেন এই ব্যাপারে। যুবির পিতার মতে বিরাট কোহলি ও রোহিত শর্মার সরে দাঁড়ানোতে দলে এমন কেউ থাকলোনা যাঁরা তরুণ ক্রিকেটারদের অনুপ্রাণিত করবে। পাশাপাশি, তারকা ক্রিকেটারদের কি করা উচিত, সেই ব্যাপারেও বক্তব্য রাখেন এবং নিজের হতাশা প্রকাশ করেন দুজনের এই সিদ্ধান্তে।
যোগরাজ সিং বলেন, “যারা তারকা ক্রিকেটার তাদের অন্তত ৫০ বছর বয়স পর্যন্ত খেলা উচিত। রোহিত শর্মা ও বিরাট কোহলির অবসরের খবর জানতে পেরে আমি দুঃখিত। তার কারণ দলে আর এখন কেউ রইলোনা যারা তরুণ ক্রিকেটারদের অনুপ্রাণিত করবে। এই কথাটা ঠিক যে সকলেরই সময় আসে। কিন্তু দুজনের মধ্যেই এখনও অনেককিছু ছিল ক্রিকেটকে দেওয়ার।” এবার দেখার বিষয় যে অভিভাবকহীন এক তরুণ দল কেমন পারফর্ম করে ইংল্যান্ডের মাটিতে। কার কাঁধে দেওয়া হবে অধিনায়কত্বের দায়িত্ব? সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে আর কিছুদিনের মধ্যে।