“কারোর পারিবারিক সম্পত্তি নয়” প্রাক্তনীদের একহাত গৌতির

“কারোর পারিবারিক সম্পত্তি নয়” প্রাক্তনীদের একহাত গৌতির

দেবজিৎ মুখার্জি: ফের বড় মন্তব্য করে বসলেন টিম ইন্ডিয়া প্রাক্তন তারকা ক্রিকেটার, তথা দলের বর্তমান হেড কোচ, গৌতম গম্ভীর। বড় মন্তব্য নয়, একেবারে কড়া আক্রমণ করলেন তিনি। নিশানায় প্রাক্তনীরা। কি বললেন তিনি? ‘মেন ইন ব্লু’র হেড স্যারের স্পষ্ট কথা, ভারতীয় ক্রিকেট কারোর ব্যক্তিগত সম্পত্তি নয়। এখানেই শেষ নয়, গৌতি এটাও জানিয়ে দেন যে দেশের ক্রিকেট জনগণের।

ক্রিকেটের ময়দানে বরাবরই এক সাহসী ক্রিকেটার হিসেবে পরিচিত ভারতীয় ক্রিকেট দলের বর্তমান প্রধান কোচ গৌতম গম্ভীর। বিশ্বের বিধ্বংসী বোলিং লাইনাপের সামনে তিনি রীতিমতো দেওয়ালের মতো দাঁড়িয়ে থাকতেন এবং মোকাবিলা করতেন। এখানেই শেষ নয়, যখন রান তাড়া করতে নেমে একদিক থেকে উইকেট পড়তে শুরু করতো, তিনি অন্যদিক থেকে ধরে খেলতেন এবং দলকে ম্যাচও জেতাতেন। সবমিলিয়ে, ভারতীয় ক্রিকেটের ইতিহাসে তিনি একজন ফিয়ারলেস ক্রিকেটার।

তবে এই গুণগুলি ছাড়াও আরো একটি বিশেষ গুণ আছে গৌতির। কি সেই গুণ? তিনি বরাবরই স্পষ্টবক্তা। মুখের উপর জবাব দেন নিন্দুকদের। এখানেই শেষ নয়, তাঁর সতীর্থরাও তাঁর তেজ থেকে বাদ যাননি। ক্রিকেটের ময়দানে একাধিকবার তাঁকে ঝামেলায় জড়াতে দেখা গিয়েছে বিপক্ষ দলের খেলোয়াড়দের সঙ্গে। পাকিস্তানের শাহিদ আফ্রীদি হোক কি আরসিবির বিরাট কোহলি, কাউকেই তিনি ছেড়ে কথা বলেননি। এমনকি ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সিদ্ধান্তেরও তিনি প্রকাশ্যে সমালোচনা করেছিলেন। একেবারে ঠোটকাটা বলতে যা হয়, গৌতি ঠিক সেটাই।

এবার গৌতির নিশানায় ধারাভাষ্য বক্সে বসে বক্তব্য রাখা প্রাক্তনীরা। এবিপি ইন্ডিয়া অ্যাট ২০৪৭ শীর্ষ সম্মেলনে তিনি একহাত নেন তাঁদের। গম্ভীর বলেন, “যখন আমায় কোচের দায়িত্ব দেওয়া হয়, তখন আমি জানতাম যে উপর-নিচ সর্বদাই থাকবে। দেশকে গর্বিত করা এবং মুখ উজ্জ্বল করা আমার কাজ। ধারাভাষ্য বক্সে বসে থাকা কয়েকজন ব্যক্তিকে খুশি করা নয়। ২৫ বছর ধরে বসে থাকা কয়েকজন ব্যক্তির ধারণা যে দেশের ক্রিকেট তাদের পারিবারিক সম্পত্তি। কিন্তু সেটা নয়। এটা জনগণের।” এখানেই থেমে যাননি গম্ভীর। এরপর তিনি এটাও বলেন, “ওরা প্রশ্ন তুলেছিল আমার পুরস্কারের টাকা নিয়েও। আমাদের দেশ থেকে টাকা কামায় এই অনাবাসী ভারতীয়রা। কিন্তু যখন ব্যাপারটা কর বাঁচানোতে চলে আসে, তখন এরা হয়ে যায় অনাবাসী ভারতীয়।”

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *