দেবজিৎ মুখার্জি: চলতি আইপিএলে দাপট অব্যাহত হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন মুম্বাই ইন্ডিয়ান্সের। এবার তাদের হাতে বিশ্রীভাবে পরাজিত হলো রাজস্থান রয়েলস। ১০০ রানে ম্যাচ নিজেদের পকেটে তোলেন রোহিত-সূর্যরা। সৌজন্যে ব্যাট হাতে দলের দুই ওপেনার রোহিত শর্মা ও রায়ান রিকেল্টনের মারকুটে ইনিংস এবং বল হাতে ট্রেন্ট বোল্ট ও কর্ণ শর্মার বিধ্বংসী বোলিং। এই নিয়ে পরপর ছটি ম্যাচে জয় পেলো তারা। সবমিলিয়ে, রিয়ান পরাগদের বিরুদ্ধে একটি নিখুঁত ‘টিম গেম’ তুলে ধরল মুম্বাই।
এদিনের ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এমআই অধিনায়ক হার্দিক পান্ডিয়া দলের পারফরমেন্সের কথা তুলে ধরেন এবং স্পষ্ট করে দেন যে দলের বোলিং বিভাগ যেমন এবং সকলের যা অভিজ্ঞতা রয়েছে, তাতে তিনি চিন্তিত নন। পাশাপাশি, তিনি এটাও জানিয়ে দেন যে তাঁরা সহজ ক্রিকেট খেলবে কারণ এটাই তাদের কাজে আসছে। এছাড়া হার্দিক এটাও জানান যে দল হাম্বেল, ডিসিপ্লিনড ও ফোকাস থাকবে। মুম্বাই অধিনায়কের বক্তব্যে এটা স্পষ্ট যে তিনি ট্রফিকে পাখিরচোখ করেছেন এবং প্রতিটা ম্যাচকেই গুরুত্বের সঙ্গে দেখছেন
হার্দিক বলেন, “ব্যাটিং ও বোলিং দুটোই ভালো হয়েছে। তবে আমি মনে করি যে আমরা ১৫ রান বেশি পেতাম। যখন সূর্য আর আমি ব্যাট করছিলাম, তখন আমাদের দুজনের মধ্যে কথা হচ্ছিল পার্সেন্টেজ শট ও ক্রিকেটীয় শট খেলার। রোহিত শর্মা ও রায়ান বিকেল্টন যেরকম ব্যাট করতেন, সেরকমই করেছেন। রায়ান নিজের ইন্টেন্ট রেখেছিল এবং ওই বাউন্ডারিগুলোকে টার্গেট করেছিল। সেটা ফ্যান্টাস্টিক। যেভাবে আমরা ব্যাট করেছি, সেটা প্রপার ব্যাটসম্যানশিপ।” এরপর বোলিং প্রসঙ্গে তারকা অলরাউন্ডার বলেন, “জানিনা কাদের নাম নেবো। তবে আমাদের যেরকম বোলিং আক্রমণ আছে এবং সকলের যে অভিজ্ঞতা, তাতে আমার কোন চিন্তা নেই। সকলেই কি করতে হবে সেই ব্যাপারে পরিষ্কার এবং আমরা সহজ ক্রিকেটের উপরে গুরুত্ব দেবো কারণ সেটাই আমাদের কাজে দিচ্ছে। আশা করছি এটা জারি থাকবে। আমরা হম্বেল, ডিসিপ্লিনড ও ফোকাস থাকব।”
উল্লেখ্য, এদিনের ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে দুই উইকেট হারিয়ে ২১৭ রান তোলে মুম্বাই। সর্বোচ্চ ৬১ করেন রায়ান রিকেল্টন। এছাড়া রোহিত শর্মা করেন ৫৩। অধিনায়ক হার্দিক পান্ডিয়া ও সূর্যকুমার যাদব অপরাজিত থাকেন একই রানে। দুজনেরই ব্যক্তিগত সংগ্রহ ২৩ বলে ৪৮। জবাবে রান তাড়া করতে নেমে রীতিমতো তাসের ঘরের মতো ভেঙ্গে যায় রাজস্থানের ব্যাটিং অর্ডার। ১১৭ রানে গোটা দল ফিরে যায় প্যাভিলিয়নে। তিনটি করে উইকেট পান বোল্ট ও শর্মা। ম্যাচের সেরা ঘোষণা করা হয় রায়ান রিকেল্টনকে।