গৌতমকে হুমকি দেওয়া ব্যক্তি অ্যারেস্ট

গৌতমকে হুমকি দেওয়া ব্যক্তি অ্যারেস্ট

দেবজিৎ মুখার্জি: অবশেষে টিম ইন্ডিয়ার বর্তমান হেড কোচ গৌতম গম্ভীরের চাপ কমালো পুলিশ। তাদের হাতে ধরা পরল সেই ব্যক্তি যিনি প্রাক্তন ভারতীয় তারকাকে হুমকি ইমেল পাঠিয়েছিলেন। দিল্লি পুলিশের হাতে ধরা পড়া সেই ব্যক্তি গুজরাটের এক ইঞ্জিনিয়ারিং ছাত্র। এই ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়েছে চারিদিকে। যদিও ঘটনা প্রসঙ্গে ধৃতের পরিবারের বক্তব্য, তাঁদের ছেলে ভুগছে মানসিক রোগে। তবে পুলিশও তদন্ত চালিয়ে যাচ্ছে এই বিষয়ে।

এই মুহূর্তে গোটা ভারতবর্ষে একটি বড় আলোচনার বিষয় পহেলগাওয়ে জঙ্গি হামলা। বলতে গেলে, এই মুহূর্তে চলছে জোরদার রাজনৈতিক তরজা। কেন্দ্রের শাসকদল ভারতীয় জনতা পার্টিকে নিরাপত্তা প্রসঙ্গে লাগাতার কটাক্ষ করে চলেছে বিরোধী রাজনৈতিক দলগুলি। যদিও বিরোধীদের করা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে কেন্দ্র সরকার এবং দেশবাসীকে আশ্বাস দিয়েছে যে এই নারকীয় হামলার যোগ্য জবাব দেবে ভারত। বর্তমানে ফুল অ্যাকশন মোডে রয়েছে ভারত সরকার। 

এই ঘটনা প্রকাশ্যে আসতেই নিন্দার ঝড় বয়েছে চারিদিকে। বিনোদন জগত থেকে শুরু করে ক্রীড়া জগত, সকলেই তীব্র ধিক্কার জানিয়েছে এবং কেন্দ্র সরকারের কাছে পদক্ষেপের দাবি করেছে। তাঁদের মধ্যে ছিলেন ভারতীয় ক্রিকেট দলের বর্তমান হেড স্যার গৌতম গম্ভীরও। তবে এরপরই গৌতির কাছে আসে একটি হুমকি ইমেল আইসিস কাশ্মীর নামে একটি জঙ্গি সংগঠনের তরফ থেকে। তারপরই দ্রুত পদক্ষেপ নেন গম্ভীর এবং দিল্লি পুলিশের দ্বারস্থ হন। এরপর পুলিশ অভিযোগ পেয়েই ময়দানে নামেন এবং ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেন। 

জানা গিয়েছে, ধৃত ব্যক্তি গুজরাটের এক ইঞ্জিনিয়ারিং ছাত্র। তাঁর নাম জিগনেশ সিং পারমার। তাঁকে সেন্ট্রাল ডিস্ট্রিক্ট পুলিশ শনিবার ২৬শে এপ্রিল গ্রেফতার করেন। পুলিশের বক্তব্য, “ওর ২১ বছর বয়স। গুজরাটের বাসিন্দা এবং ইঞ্জিনিয়ারিং ছাত্র। ওকে আটক করে এই ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আমাদের তরফ থেকে।” অন্যদিকে, ঘটনা প্রসঙ্গে তাঁর পরিবারের দাবি, “ও মানসিক রোগে ভুগছে।” এবার দেখার বিষয় যে তদন্ত করে কি বার করে দিল্লি পুলিশ।

উল্লেখ্য, পহেলগাঁওতে সন্ত্রাসবাদী হামলা ঘটে চলতি মাসে ২২ তারিখে এবং মৃত্যু হয় ২৬জনের। এরপরই আমলার সঙ্গে যুক্ত সন্ত্রাসবাদীদের চিহ্নিত করে তাদের বাসা উড়িয়ে দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশ মতো একটি মামলা দায়ের করে ঘটনার তদন্তের দায়িত্ব নেওয়া হয়েছে এনআইএর তরফ থেকে। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত তদন্ত থেকে কি তথ্য উঠে আসে।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *