দেবজিৎ মুখার্জি: বিরাট কোহলিকে নিয়ে ইমোশনাল টুইট টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা ক্রিকেটার, তথা মাস্টার ব্লাস্টার, শচীন তেন্ডুলকরের। নিজের এক্স হ্যান্ডেল থেকে এই পোস্টটি করেন লিটিল মাস্টার। প্রাক্তন তারকার বক্তব্য, বিরাটের অবসর নেওয়া মনে করিয়ে দিচ্ছে তাঁর অবসর নেওয়াকে। এখানেই শেষ নয়, শচীন আরো জানান যে বিরাট তাঁর মৃত পিতার একটি থ্রেড গিফ্ট অফার করেছিলেন, যা বেশ ব্যক্তিগত ছিল তাঁর কাছে। এই পোস্ট দ্রুতই ছড়িয়ে পড়ে চারিদিকে এবং শুরু হয় কমেন্টের বন্যা।
রোহিত শর্মার টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পাঁচদিন পর এই ফরম্যাট থেকে সরে দাঁড়ান বিরাট কোহলি। নিজের ইনস্টাগ্রাম থেকে এই ঘোষণাটি করেন তিনি। রীতিমতো শোকের ছায়া নেমে আসে গোটা ক্রিকেটমহলে। প্রাক্তন ক্রিকেট তারকা থেকে শুরু করে দেশের ক্রিকেটপ্রেমী, প্রায় সকলেই দাবি করছেন যে এত তাড়াতাড়ি অবসর নেওয়া উচিত হয়নি কিং কোহলির কারণ এখনো তাঁর অনেককিছু দেওয়া বাকি আছে ভারতীয় ক্রিকেটকে। বলতে গেলে, এই মুহূর্তে অভিভাবকহীন হয়ে গেছে টিম ইন্ডিয়ার টেস্ট দল। ইংল্যান্ড সিরিজের আগে এটি এক বড় ধাক্কাই বলে মনে করছেন অনেকে।
এবার এই ব্যাপারে নিজের এক্স হ্যান্ডেল থেকে বক্তব্য রাখলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন তারকা, তথা গড অফ ক্রিকেট, শচীন তেন্ডুলকর। তিনি লেখেন, “তোমার অবসর নেওয়া আমাকে ১২ বছর আগে আমার অন্তিম টেস্টের কথা মনে করিয়ে দিচ্ছে। তুমি আমাকে তোমার মৃত পিতার থ্রেড অফার করেছিলে গিফট হিসেবে। সেটা আমার কাছে অত্যন্ত ব্যক্তিগত ছিল। কিন্তু গেসচারটা ভালো ছিল এবং আমার কাছে চিরকাল থেকে গেছে। যদিও আমার কাছে কোন থ্রেড নেই তোমাকে পাল্টা অফার করার জন্য। তুমি জেনে রেখো যে আমার বেস্ট উইশেষ তোমার সঙ্গে রয়েছে।”
পোস্ট যখন শচীন তেন্ডুলকরের, তখন তা ছড়াতে একেবারেই সময় নেয়নি। চোখের নিমেষে ভাইরাল হয়ে যায় চারিদিকে। এরপরই এক্স ব্যবহারকারীরা কমেন্টের মাধ্যমে নিজেদের মতামত জানান। অধিকাংশই প্রশংসা করেছেন শচীনের এই পোষ্টের। একাংশ দাবি করেছেন যে দুই তারকার সময়ে বোলাররা ভিন্ন ছিল এবং সেক্ষেত্রে দুজনের একে অপরের সঙ্গে তুলনা ভুল। আবার অনেকে এটাও দাবি করেছেন যে বিরাট কোহলিই শচীনের ভূমিকাটি তাঁর অনুপস্থিতিতে ভালোভাবে পালন করেছেন। সবমিলিয়ে, এই পোস্ট মন জয় করেছে অনেকের। অনেকে এটিকে অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও শেয়ার করেছেন।