বড় সাফল্যের পর ব্যর্থতা! বৈভবের দ্রুত আউটে হতাশ ক্রিকেটপ্রেমীরা

বড় সাফল্যের পর ব্যর্থতা! বৈভবের দ্রুত আউটে হতাশ ক্রিকেটপ্রেমীরা

দেবজিৎ মুখার্জি: চেন্নাই সুপার কিংসের পর এবার চলতি আইপিএল থেকে এক্সিট হল রিয়ান পাড়াগ নেতৃত্বাধীন রাজস্থান রয়েলসের। মুম্বাই ইন্ডিয়ান্স এর বিরুদ্ধে এক গুরুত্বপূর্ণ ম্যাচে তারা শিকার হলো পরাজয়ের। শুধু হার নয়, একেবারে বড় ব্যবধানে হারলো তারা। ১০০ রানে ম্যাচ নিজেদের ঝুলিতে তোলেন হার্দিক পান্ডিয়া ও তাঁর বাহিনী। এদিন বোলিং যেমন দিশাহীন ছিল, তেমনি দলের ব্যাটিংও ছিল ছন্নছাড়া। বলতে গেলে, এদিনের ম্যাচে সমস্ত বিভাগেই তাদের চেয়ে বেশি নম্বর পেয়েছে মুম্বাই। কোনভাবেই এই ম্যাচে তারা দাগ কাটতে সফল হয়নি।

তবে এই পরাজয়ের চেয়েও সবচেয়ে বেশি হতাশ হয়েছেন রাজস্থানের সমর্থকেরা বৈভব সূর্যবংশীর ব্যর্থতায়। বিনা রান করেই তিনি এদিন ফিরে যান প্যাভিলিয়নে। তাঁকে আউট করেন মুম্বাইয়ের তারকা পেসার দীপক চাহার। বাউন্ডারি হাঁকাতে গিয়ে তিনি নিজের উইকেট হারান। এই দৃশ্য দেখে শান্ত হয়ে যায় গোটা স্টেডিয়াম। এমনকি ডাগআউটে বসে থাকা দলের অন্যান্য ক্রিকেটাররাও হতাশ হয়ে পড়েন। বলা যায়, গত ম্যাচের নায়ককে এই ম্যাচে খালি হাতে ফিরতে দেখে মন ভেঙেছে স্টেডিয়ামে উপস্থিত দর্শক সহ বহু ক্রিকেটপ্রেমীর।

কিছুদিন আগে গুজরাট টাইটেনসের বিরুদ্ধে যেমন একটি বিধ্বংসী শতরানের ইনিংস খেলে বৈভব সূর্যবংশী রাজস্থানকে ম্যাচ জিতিয়েছিলেন, তারপর থেকে অনেকেরই আশা বেড়ে যায় তাঁকে নিয়ে। দলের সমর্থকরা মনে করছিলেন যে মুম্বাইয়ের বিরুদ্ধেও এমনই একটি দুর্দান্ত ক্রিকেট দেখাবেন ‘বেবি বস’। কিন্তু শেষ পর্যন্ত তা হলোনা। যেমনটা আশা করা হয়েছিল, তার ঠিক উল্টোটা হয়। বিনা খাতা খুলে আউট হয়ে যাওয়া সেই দৃশ্য সেদিনের ম্যাচের ইনিংসের মতো দ্রুত ভাইরাল হয়ে যায় বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে এবং এরপর শুরু হয় কমেন্টের বন্যা। অনেকে দাবি করেছেন যে পরবর্তী ম্যাচে বৈভব কামব্যাক করবেন। আবার অনেকে এটাও দাবি করেছেন যে তাঁর বয়স বেশ কম এবং এখনো অনেককিছু শেখা বাকি আছে। তবে দিনের শেষে এই দৃশ্যে খুশি হয়নি বহু ক্রিকেটপ্রেমী।

উল্লেখ্য, এদিনের ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ২১৭ রান তোলে মুম্বাই। দলের দুই ওপেনার রোহিত শর্মা ও রায়েন রিকেলটন, দুজনের ব্যাট থেকেই আসে একটি দুর্দান্ত অর্ধশতরানের ইনিংস। এরপর অধিনায়ক হার্দিক পান্ডিয়া ও সূর্যকুমার যাদব আগ্রাসী ব্যাটিং তুলে ধরেন। রান তাড়া করতে নেমে বিশ্রীভাবে অলআউট হয় রাজস্থান। মুম্বাইয়ের বোলারদের দাপটে একেবারে গুঁড়িয়ে যায় গোটা ব্যাটিং লাইনআপ। ম্যাচের সেরা হন রায়েন রিকেলটন।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *